ইমরানের মাথায় ১৫ টি সেলাই দেয়া হয়েছে এবং মেরুদন্ডে আঘাতেরও চিকিৎসা দেয়া হয়েছে।তবে তার মেরুদন্ডের আঘাত গুরুতর নয় এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের করে আনা হয়েছে বলেও জানিয়েছেন ডাক্তরারা।
দুর্ঘটনার সময় ইমরানের পরনে বুলেটপ্রুফ বেল্ট থাকায় তিনি মারাত্মক আঘাত থেকে রক্ষা পেয়েছেন বলেই জানিয়েছে তার পরিবার।
পাকিস্তানে ১১ মে’র নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবেই দেখা যাচ্ছে ইমরানকে। তিনি নিজেও আসন্ন নির্বাচনে তার দল ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেছেন।
দেশব্যাপী তার দলের জনপ্রিয়তা দ্রুতই বাড়ছে এবং জনগণের বিপুল ভোটে তার দল বিজয়ী হওয়ার মতো শক্তিশালী অবস্থানে রয়েছে বলেই জানিয়েছেন ইমরান।
নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে।পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বান্নু অঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলায় তিন জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।