আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে কুঁচকিতে চোট পান আফ্রিদি। তাই শুক্রবার পাকিস্তান দলের সঙ্গে আসতে পারেননি।
আগামী সোমবার বাংলাদেশে আসার কথা জানিয়ে তিনি বলেন, “আমি ভালোভাবে সেরে উঠছি। আশা করি অন্তত একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারব।
”
চূড়ান্ত লড়াই শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। প্রথমটি নিউ জিল্যান্ডের বিপক্ষে সোমবার। দ্বিতীয়টি বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আফ্রিদির দুর্দান্ত ব্যাটিং এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয় এনে দেয় পাকিস্তানকে। বাংলাদেশের বিপক্ষে ৩২৬ রান তাড়া করতে নেমে চাপের মধ্যে পড়ে যাওয়া দলকে তিনি জয় উপহার দেন ২৫ বলে ৫৯ রানের অসাধারণ ইনিংস খেলে।
ঐ ইনিংস খেলার পথেই কুঁচকিতে টান পড়ে তার।
আফ্রিদির বিশ্বাস, এশিয়া কাপে ভারতকে হারানো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তানকে।
“এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়টি আমাদের উপকারে আসবে। তবে আমার মনে হয় মহেন্দ্র সিং ধোনির ভারতকে হারাতে নিজেদের সেরা ফর্মে থাকতে হবে আমাদের। ”
যদিও ভারতের বিপক্ষে কখনো কোনো বিশ্বকাপে জয় পায়নি পাকিস্তান।
এবারের বিশ্বকাপের পাকিস্তান দলকে অবশ্য অন্যরকমই মনে করছেন আফ্রিদি।
“ইদানীং আমি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের চেয়ে গোছানো দল আর দেখিনি। আমাদের ব্যাটিং-বোলিং দুটোই খুব ভালো। আমরা শুধু ফিল্ডিংয়ে ভুল করি। আর সীমিত ওভারের ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ।
”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।