গত ১০ নভেম্বর লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলার সময় উরুর পেশিতে টান পড়ায় অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে বার্সেলোনা তারকাকে।
বার্সেলোনায় চিকিৎসার প্রথম ধাপ শেষে আর্জেন্টিনায় ফিরে যান মেসি। স্বদেশেই এখন তার চিকিৎসা চলছে।
সাবেইয়া জানিয়েছেন, “ইদানীং দুবার লিওনেলের (মেসি) সঙ্গে দেখা হয়েছে। তাকে চিকিৎসার পেছনে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে।
আমাদের মধ্যে কথাও হয়েছে। গত সোমবার সে মাঠে সামান্য দৌড়াদৌড়ি করেছে। সে ভালো আছে। তার মনোবলও তুঙ্গে। ”
“তবে আমাদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।
কারণ এ ধরনের চোট থেকে সেরে উঠতে সময় লাগে। তবে সে সেরে উঠবে আর ভালোভাবেই মাঠে ফিরবে। ”
আগামী ২ জানুয়ারি মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার কথা। ১২ জানুয়ারি লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা পাওয়ার ব্যাপারে আশাবাদী স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।