আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মনিরপেক্ষতার অন্তরালে আমাদের দেশের তারা---------



চরম বাংলাদেশ বিরোধী ব্যক্তিও সম্ভবত স্বীকার করবেন যে, রাষ্ট্রধর্ম ইসলামের দেশ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির গত ৩৬ বছরের ইতিহাস তথাকথিত ধর্মনিরপে ভারতের চেয়ে বহু গুণে উজ্জ্বল । এতদসত্ত্বেও প্রশ্ন করা যেতে পারে বাংলাদেশের একশ্রেণীর নাগরিকের ইসলামের প্রতি এত বিস§য়কর বিদ্বেষ কেন? উপরোক্ত প্রশ্নের উত্তর আমাদের বাঙালি মুসলমান সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মন-মানসিকতার মধ্যেই খোঁজা আবশ্যক । জাতে উঠার দু’টি পথ আমাদের এই মধ্যবিত্ত শ্রেণীর সামনে খোলা থাকে । প্রথমটি হল নৈতিক-অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করে ধনবান শ্রেণীতে উন্নীত হওয়া । আর দ্বিতীয়টি হলো তথাকথিত প্রগতিবাদী সেজে বুদ্ধিজীবীর কাতারে শামিল হওয়া ।

টাকা রোজগার তুলনামূলকভাবেকঠিন হওয়ার ফলে প্রগতিবাদের সহজ রাস্তায় আমাদের ধাবিত হওয়ার প্রবণতা অধিক থাকে । প্রগতিবাদী হতে হলে ধর্মকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেই হবে । এটিও শিতি মুসলমান মধ্যবিত্ত মানসের আর এক কুপমন্ডুতা । ইসলাম সম্পর্কে কটুবাক্য না লিখলে অথবা বললে আবার বর্ণহিন্দু অধ্যুষিত কলকাতার পিঠ চাপড়ানি মিলবেনা । স্বল্প মেধা এবং মননসম্পন্ন ব্যক্তি শধু ইসলামবিরোধীতার জোরে আন্তর্জাতিক খ্যাতি লাভ করছেন এমন উদাহরনের তো অভাব কম নয় ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.