আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর মোদীর মুখে ধর্মনিরপেক্ষতার বুলি

সাম্প্রদায়িকতা ঢাকতে হয়ত জাতীয়তাবাদকেই ঢাল বানালেন নরেন্দ্র মোদী।

হরিয়ানার রেওয়ারিতে প্রাক্তন সেনাসদস্যদের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদই হলো প্রকৃত ধর্মনিরপেক্ষতা। তাঁর অভিযোগ, কংগ্রেস মুখে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ে আসলে দেশকে টুকরো টুকরো করছে।

গত শুক্রবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর আজ রবিবার থেকে  প্রচারে নেমে পড়লেন মোদী। আর প্রাক্তন সেনাসদস্যদের অনুষ্ঠানে নিজের সাম্প্রদায়িকতার তকমাটাকে ঢাকার প্রবল চেষ্টা করে গেলেন তিনি। জাতীয়তাবাদকে ঢাল করে অপ্রকাশিত অবস্থায় টার্গেট করলেন কংগ্রেসকে।

প্রাক্তন সেনাসদস্যদের অনুষ্ঠানে পাকিস্তান প্রসঙ্গ উঠে আসা প্রত্যাশিতই ছিল। সেই ইস্যুকে সামনে রেখেও কংগ্রেসকে ছাড় দিলেন না গুজরাটের মুখ্যমন্ত্রী।

তাঁর মতে, উপযুক্ত নেতৃত্বের অভাবেই বারবার সীমান্ত সমস্যার শিকার হচ্ছে ভারত।  

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.