কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
"তাকবীর ধ্বনি মুখরিত করে দিগন্ত থেকে মনোবীণে
ত্যাগের মহিমা বুকে ধরি আস আজি এ ঈদের দিনে,
ভুলে যাও গত কাল কি কালিমা লেপেছিলাম অন্তরে
বুকে বুকে নয় হৃদয়ে গাঁথিবো আজি এ সুন্দরে।"
এই তো আদায় করে এলাম ঈদের সালাত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মসজিদে, প্রিয় রাসূলের মদীনায়।
সকল দেশের সকল ভাই-বোনদের প্রতি মদীনা মুনাওয়ারা থেকে-
~*~ঈদ মোবারক~*~
ছবি বর্ণনা-
১) সূর্যোদয়ের পর খুৎবার চলাকালীন সময়ে, তখন তিমির সরিয়ে দিনের আলোয় উদ্ভাসিত মদীনা মুনাওয়ারাহ।
২) ঘরে ফেরা পথে। মুসল্লীদের চাপা উল্লাসী অথচ তাকবীরে মুখরিত -যেন সুমহানের দরবার হতে ভীতি মিশ্রিত আনন্দ নিয়ে ফেরা।
৩) পঙ্গপাল প্রায়শই দেখা যায় মসজিদুন্ নববীর চত্ত্বরে। বেশ ক'বছর পূর্বে একবার প্রায় পঙ্গপালে গিজ গিজ করেছিল মদীনা মুনাওয়ারা।
৪) ফজরের পর ভোরীয় দীপিত আলোয় ঈদের সালাতের জন্য অপেক্ষমান মদীনাবাসী ও যিয়ারতকারী মুসুল্লীগণ।
-১৯.১২.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।