স্বাধীনতা তুমি হতে কি পার না?
উঃসুক নয়নে সন্ধ্যাকাশে ঈদের চাঁদ দেখা,অগনিত মানুষ।
স্বাধীনতা তুমি হতে কি পার না?
রাতের আকাশে গেরুয়া রংয়ের তারার মত ভাসা,অসংখ্য ফানুষ।
স্বাধীনতি তুমি হতে কি পার না?
দুর্গোর আগমনে পুজোঁর শংখধ্বনী,
স্বাধীনতা তুমি হতে কি পার না?
মায়ের কোলে যিশুর আগমনী!
অথচ,প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে ছিল;এই একটি মাত্র আশা,
আজ বাংলা মায়ের বাঙ্গালীরা সব হয়ে গেছে এলোমেলো,
শুধু মোর কল্পলোকে ভাসা।
হয়েছ হয়েছ,ঠিকই হয়েছ,আজও দেখি তোমায়,
ঈদের চাঁদের মত একফালি রুটির আশায়,ঠিকই ভীড় করে
অগনিত মানুষ,
জীর্ন শরীর মাঝে বেঢপ ফোলা উদর দেখে মিটছে দেখা ঢাউই ফানুস।ওদের কর্কশ ভাঙ্গা গলায় মিটছে শোনা শংখধ্বনী।
আর চাই না দেখতে মাগো,
আর চাই না শুনতে মাগো,
তোমার যিশুকে আড়াল করে লুকিয়ে রেখ,
আবারও চুপি চুপি আসছে ধেয়ে-ক্রুশে ঝোলাতে,
ইতিহাসের ঐ বেজন্মা রাজাকার, আলবদর,আলশামস এবং ওদের উদর হতে নির্গত প্রজন্ম যেন-শুনছি ওদের পদধ্বনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।