পরিবর্তনের জন্য লেখালেখি
জীবনের পথ যখন কঠিন , বন্ধুর আর রুক্ষ
তুমিই তো দাও আশ্রয় , আমার আপন দুঃখ
যখন আমি পাখি নীড়হারা , ঈষাণ কোনে ঝড়
তোমার বাহুই দেয় নিরাপদ , আমার আপন ঘর
যখন তখন এটা সেটা , সবই তোমার কাছে
ভাব, অভাব, বৃষ্টি ঝড়ে আমার আর কে আছে !
সব কিছুতেই তুমি কেন হচ্ছে ভীষন রোষ ?
তুমিই আমার একমাত্র , সেটাও আমার দোষ !
---------------
আমি তোমার শেষ আগুন খেলার ছাই
দাও , এবার উড়িয়ে বেহুলা বাতাসে
আমি নয় এবার হেরে নয়, হারিয়ে যাই
আমার একা কালচে মেঘের আকাশে ।
-----------------
মরে যাবো তবু স্বীকার করবো না
তোমার জন্য প্রানের গভীরে মন কাঁদে
আমার অহংকার আমাকে ঋজু রাখে
জোছনাহীন বিরহের অন্তহীন ছাদে !
-----------------
অনেক জানো তুমি ,বোঝো মানে গুলো
সুতলি কেটে মায়ার শিশির মাড়িয়ে যাও
অবলীলায় ঝেড়ে ফেলো প্রণয়ের ধুলো
তবু নদী হয়ে রই , যদি ভুল করে বাও !
------------------
জানি তুমি ভীষন দক্ষ খেলুড়ে এই সবে
আমি বোঝার আগেই বুঝে যাও কি হবে
না জেনেই হেরে গেছি , কষ্ট নেই কোন
আমি বোকা হয়েও একটা কথা কই শোন
আমায় নিয়ে খেলায় তুমি জিতে যাবে ফের
আমার নাম মিশেই যাবে মাঝে অনেকের
শুধু তুমি জিতবে না কখনো একটা মানুষ
যে সেধেছিলো প্রেম , তুমি ভেবেছিলে ফানুস!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।