Disclaimer: All writtings contain severe spelling errors. নিজ গুনে ক্ষমা করে পড়বেন।
হলুদ খামটা খোলা হয়নি আজও . .
ঠিকানা লিখতে তোমার ভুল হয় নি . .
ডাকপিয়নের কাজেও এতটুকু অবহেলা ছিলনা।
. . . . . . . . . . . . . . . . . . . . . .
হয়তো ছুটির নিমন্ত্রন পাঠিয়েছিলে !
তোমার দেশে বৃষ্টি দেখার ডাক দিয়ে,
তোমার বারান্দার বিস্তির্ণতায় মেঘের জলসা বসে-
দেখাবে বলেছিলে।
. . . . . . . . . . . . . . . . . . . . . .
হয়তো অনুযোগ ছিল!
আমার না দেয়া উত্তরের জন্য
কি করে বোঝাই বলতো?
লিখতে বসলেই কথাগুলো হয়ে যায় ডানামেলা পাখি,
কাগজের বুকে তাদের বাঁধি এ সাধ কই? !
. . . . . . . . . . . . . . . . . . . . . .
হয়তো খবর দিয়েছিলে
কার্যসুত্রে পাড়ি দিচ্ছ অন্ন কথাও
নতুন ঠিকানা কদিন পরে জানাবে।
. . . . . . তবুও খামটা খোলা হয়নি।
. . . . . . . . . . . . . . . . . . . . . .
থাক না হয় নাই বা হলো
আবছায়াই বেশি ভাল লাগে এখন।
শেষ রাতের চাঁদের চিঠি,
সূর্যে কাছে পৌছায় কি?
ছায়াপথ থেকে নিমেষ ভোর
কত সংকেত আছে !
অর্থ কি জানা হচ্ছে সবকিছুর?
ঝরে পরার আগে কৃষ্ণচুড়াগুলো ঠিক কি চেয়েছিল ! কেই বা জানলো?
সব কিছু জানতে নেই, এটা এখন জানি।
আমার টেবিলের নির্ভরতায় খাম টা তাই না খোলাই থাক . .।
ইতি
খোলাচিঠি ~
আগ্রহায়ন ২৪, ১৪১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।