আমাদের সমাজের বড় ভাইদের কথা নাহায় বাদই দিলাম! কিন্তু আমার বয়সী অথবা ছোট ভাইদের কথা বাদ দিব কি করে??? আচ্ছা আমার বয়সী ভাইদের কথাও বাদ দিলাম কারণ অনার্সে পড়া ছাত্ররা নিজেকে নিয়ে যথেষ্ট ভাবে এবং তারা জানে ও বোঝে ভাল খারাপের মর্ম।
ভীষণ অবাক হই যখন দেখি ক্লাশ ৬-৭এ পড়া ছাত্ররা সকলের সামনে সোমানে সিগারেট টানছে। অনেকেই হয়তো বলবেন এতে অবাক হওয়ার কি আছে!!
তবুও আমি অবাক হয়েছি! কারণ এখনও ওরা অবুঝ। মুখদিয়ে মানুষ দেখানো ধোয়া বের করছে ওরা! এতো ছোটতেই ওরা প্রকাশ্যে নেসাজাতীয় দ্রব্য গ্রহণ করছে।
আমরা ছোট থাকা অবস্থায় অনেক বড় বড় ভাইদের দেখতাম লুকিয়ে লুকিয়ে সিগারেট খেত! কিন্তু বর্তমানে এটা কমন হয়ে যাচ্ছে দিন দিন!
সেদিন ফেসবুকে এক ছেলের সাথে কথা হয় সে ক্লাশ ৮এ পড়ে কলেজিয়েট স্কুলে।
কিছুক্ষণ কথা বলার পর সে বলে ভাই আপনি বিড়ি খান? না বললাম।
সাথে সথে সে বলে: আমি সিগারেট খাই। এযুগে বিড়ি না খাইলে চলে? বন্ধুদের কাছে বড় হতে গেলে সিগারেট খেতেই হয়।
কি বলবো? বলার ভাষা হারিয়ে ফেললাম কয়েক মিনিটের জন্য!
বাবা মা বলে লেখা-পড়া করে আমার ছেলে অনেক বড় হবে কিন্তু ছোট ছোট ছেলেরা খুব তাড়াতাড়ি বড় হইতেছে সিগারেট খেয়ে!! যেখানে একজন ৮এ পড়া ছেলে গর্ব করে বলে সে সিগারেট খায়!! অনেকেই বলে সব ছারতে পারবো কিন্তু সিগারেট চারতে পারবোনা!! ভাবুন একবার কি অবস্থা আমাদের শোনার ছেলেদের!
রাজশাহীর বর্ণালীর মোড়ে চাঁয়ের দোকানে আমরা বন্ধুরা মিলে মাঝে মাঝেই আড্ডা দেই। সেখানে চাঁয়ের থেকে দুই গুনেরও বেশী সিগারেট বিক্রি হয়।
আমাদের যুবসমাজ আজ কোনদিকে যাচ্ছে ভাবতে পারছেন? আমাদের পরবর্তী প্রজর্ম্ম কোনদিকে যাবে চিন্তা করতে পারছেন??? সময়ের সাথে পরিবেশের অতি দ্রুত পরিবর্তন ঘটছে! বদলে যাচ্ছে মানুষ, বদলে যাচ্ছে তাদের আচার আচরণ।
প্রথমে সকল নেসার প্রতি মানুষের নিয়ন্ত্রণ থাকে কিন্তু আস্তে আস্তে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আর সেটিকে বর্জন করা সম্ভব হয়না। তাই সময় থাকতে এ থেকে সরে দাড়ান! যেটাতে টাকাও নষ্ট হচ্ছে আবার শরীরেরও ক্ষতি হচ্ছে কেন আমাদের সেটাকেই গ্রহণ করতে হবে??
আমার অনুরোধ থাকবে, ছোট ভাইরা যাতে এসবের প্রতি আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং যদি সম্ভব হয় নিজেও দুরে থাকবেন সিগারেট থেকে।
ধন্যবাদ সবাইকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।