হরবর করে কথা বলি, মনে যা আসে, পরে ভাবি কেন বললাম . . .
ইদানিং ঘুম ভাঙে নতুন আসা কাজেরপিচ্চির তারস্বরে চেচাঁনো জটিল জটিল গানের তাড়ায়। অনেক ঝাড়িতেও ও যেইকে সেই!! (বাঁচাওওও) বারবার চলতেই থাকে ওর উদ্ভট সবগান -
"ঐপোলা তুই কি করলি, মা থুইয়া হোড়িরে করস সালাম, মায়েরে কস বুড়ি হোড়িরে আম্মা, বাপেরে কস বুড়াবুড়া, হোড়রে আব্বা" (ক্লোজআপহাসি)
"ওওও বেদের মাইয়্যে জোসনা
তুই ক্যান থালবাটি ধোস্ না"
আর "খাইরুন লোওওও" তো তার ফেভরেট।(বাঁচাওওও)
বহুত কষ্টে আছি এর যন্ত্রনায়(আম্মাআআ) (আম্মাআআ) , কারন আমার বদঅভ্যাস হলো , সকালে উঠে যেই গান কিবা সুর প্রথম শুনি সেটা "সং অব দা ডে" হয়ে যায়, মানে সারাদিনের গুনগুনানি গান আরকি। (ক্লোজআপহাসি)
তো ঐ বদের দরুন আমার অবস্হা কেরাসিন!!!!(আম্মাআআ) (আম্মাআআ) (খাইয়ালামু)
আজ কেমনে কেমনে ওর সুবিখ্যাত গান ছাড়াই ঘুম ভেঙে ব্লগে ঢুকেই "বিষাক্ত মানুষের" দেয়া উইনিং এর গানটা পেয়ে খুব খুবই ভাল্লাগলো। বিমা রে মাইকে ধন্যবাদ
(মাইকে ধন্যবাদ - এর কাহিনী হইল, একবার রাস্তায় ভ্যানে কইরা কেজি দরে সাবান না জানি কি বিক্রী চলছিল সাথে মাইকে গান, তো একজন ৫কেজি কিনায় বিক্রেতা গান থামিয়ে ঘোষনা দিতে লাগল....মিলনভাই ৫কেজি কিনছেন, আমি বেজায় খুশি তাই উনাকে মাইকে ধন্যবাদ ) (ক্লোজআপহাসি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।