আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট এবং সাগর

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

আপনারা কি কেউ জানেন কষ্ট মানে কি? আমি মাঝে মাঝে ভাবি কষ্টের আসল সংজ্ঞাটা কি? কষ্ট কি আসলে সেটাই যার কারণে মানুষের খুব মন খারাপ হয়? নাকি কোন কাঙ্খিত কিছু না পাওয়ার মানসিক যন্ত্রণার নাম কষ্ট ? কষ্টের শ্রেণীবিভাগ এক একজনের কাছে হয়ত এক এক রকম। কেউ ভাল চাকরী না পাওয়ার কারণে কষ্ট পান, কেউ পড়াশুনায় কাঙ্খিত ফলাফল করতে না পেরে কষ্ট পান, কেউ অন্য কোন মানুষের আচার-ব্যবহারের দ্বারা কষ্ট পান, কেউ প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পান...... আমার মনে হয় পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবেনা যার কষ্ট নেই। প্রত্যেকের জীবনেই কষ্ট আছে। আমার মনে হয় কষ্টের সাথে সাগরের কোথাও একটা যোগসূত্র আছে।

সাগর যেমন অনেক বিশাল, তেমনি এমন অনেক কষ্ট থাকে যেগুলো অনেক বড়, কোনোদিন ভোলা যায় না। মাঝে মাঝে ইচ্ছে হয় সাগরের একেবারে কাছে গিয়ে নিজের সব কষ্টগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে, কষ্টগুলোকে সাগরের সাথে মিশিয়ে দিয়ে আসতে। অনেকদিন সাগরপাড়ে যাওয়া হয়না। আমার বাড়ী সমুদ্রতীরবর্তী শহর চট্টগ্রামে, তারপরেও অনেকদিন সমুদ্র দেখা হয়না। ভাবছি এই ঈদের ছুটিতে চট্টগ্রাম গেলে সময় করে একবার সমুদ্র সৈকতে যাব।

সাগরের কাছে সব কষ্টগুলোকে গচ্ছিত রেখে আসব...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.