কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।
স্বাধীনতা তুমি নারীর গায়ে সানি লিওন ড্রেস ,
স্বাধীনতা তুমি কড়া মেকাপের হিন্দি সিরিয়ালের বেশ ।
স্বাধীনতা তুমি অফিসের বসের জাতীয়তা ভারতীয় ,
স্বাধীনতা তুমি দেশনেত্রীর দাদা প্রীতি স্মরণীয় ।
স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে ফেন্সিডিলের আড়ত ,
স্বাধীনতা তুমি টিভি খুললেই , দেশটা আমার ভারত ।
স্বাধীনতা যখন চিকিৎসা মানেই মাদ্রাজ – কোলকাতা ।
স্বাধীনতা যখন তিস্তার পানিতে দাদারাই মোদের দাতা ।
স্বাধীনতা মানে ভারতের পেঁয়াজ বিয়েশাদির রীতি , তথা দাদাদের রেওয়াজ ।
স্বাধীনতা মানে বাজার সয়লাব , দাদারাই বিক্রেতা
স্বাধীনতা মানে রাজনীতিতে দাদারাই মোদের ত্রাতা ।
স্বাধীনতা যখন কাঁটাতারে , “ ঝুলন্ত ফেলানি ” ।
বিছানায় চিরচেনা সেই দাদা ।
স্বাধীনতা নিয়েই হাসবো আমি , আমিযে শিকল বাঁধা,...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।