আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচার প্রসংগে ডঃ ইউনুসের মন্তব্য করতে অস্বীকৃতি । কিন্তু কেন? (ছবিতে ডঃ ইউনুচ রাজাকারদের রাজনৈতিক ছাত্রসংগঠন শিবিরের সাথে)

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসংগে ইউনুস মন্তকব্য অস্বীকৃতি । কিন্তু কেন? স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের নিবন্ধন না দেয়ার প্রশ্নে ইউনূস বলেন, "এটা আইনগতভাবে হতে হবে। আইনে যা আছে তাই হবে।" যুদ্ধাপরাধীদের বিচার করার যে দাবি উঠেছে সে ব্যাপারে কোন মন্তব্য করতে ইউনূস অস্বীকৃতি জানান। কিন্তু কেন? আইনের বিষয়ে আমাদের জানা আছে ২শত বছরের পুরোনো আইনের ম্যারপ্যাচে নয় , প্রয়োজনে নতুন আইনে তাদের বিচার হবে । কিন্তু আইনের দোহাই দিয়ে বিষয়টি এড়ানো কি তাদেরই সমর্থন নয়?? তথাকথিত সিভিল সো্সাইটির মুখপত্র ইউনুস যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে মন্তব্য করতেও নারাজ, তাহলে কি সিভিল সোসাইটি তাদের বিচার চায় না ?? নাকি সুবিধাবাদী ব্যবসায়ীদের মতন আচরণে অভ্যস্ত ইউনুচ, যেদিকে হাল সেদিকেই...সুদখোর মহাজনের তবে কিসের এতো ভয়?? নাকি কারণটা এমন....(পোস্টটি দেখুন) ভালোই মানাইছে !কি কন ?? নাকি একটলে এর ইজিলোডের ইউনুসের মতোই আমাদের ডাক্তর ইউনুচ!! ডান হাত কোনটা জিগাইলেই কনফিউজ হয়ে যায় গা , কোনটা যেন , খাড়ান আগে কলম দেন রিখি, কেননা বাম হাতে হ্যায় লিখবার পারেনা ..ইউনুস এর ১৫ মাসঃ একটেল এর ইজিলোড এর মতোই কি সহজ?? (কৃতজ্ঞতাঃ সুশান্ত,সচলায়তন এর ব্লগ দেখে;সংবাদটি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সূত্রমতে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.