যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের দেশের সংহিসতা শুধু শুনে এসিছি । পাহাড়ের বসবাসরত নানা বর্ণের পাহাড়ীরা এইসব দুর্গম এলাকার বাসিন্দা । এই আদিবাসীদের নিয়ে সেই পাকিস্থান আমল থেকেই শুরু হয়েছে এক রাজনীতি রাজনীতি খেলা ।
মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ও সেই সমস্যা আরো প্রকট হয় জিয়া আসার পরে । বিচ্ছিন্নতাবাদের অভিযোগে তাদের বিরুদ্ধে চাপিয়ে দেয়া যুদ্ধ চলে দীর্ঘকাল । সেখানে বসতি স্থাপন করে বাঙালি অ-পাহাড়ীরা । বাঙালিরা নানাভাবে সেই পাহাড়ীদের উপর নির্যাতন চালায়েছে , চালায় । তাদের বসত ভিটা ছাড়া করেছে ।
বিপরীত ঘটনাও আছে । কিন্তু আজীবন নির্যাতিত নিপড়ীত বাঙালিরা তো বঞ্চনার মর্ম বোঝে !! কিন্তু তারপর সেই বাঙালিরা কি করে সেই আদিবাসীদের উপর নিপীড়ন চালায় !!
এতোদিন শুনে এসছি । আজ কিছু ছবি দেখলাম - বিভিসিকাময় সেই সব হত্যা , আমি স্তব্ধ হয়ে যাই ।
একাত্তরের পাকসেনাদের সাথে আমাদের কি পার্থক্য তবে !!
হে পাহাড়েরর মানুষ আমাদের ক্ষমা করো ।
(কিছু ছবি, এমন আরো অনেক আছে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।