বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...
আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দশম বর্ষপূর্তি।
দশ বছর পরও এই চুক্তির নানা দিক নিয়ে রয়েছে নানান বিতর্ক ও ভিন্ন ভিন্ন পর্যালোচনা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)এর দাবী এখনো চুক্তির মৌলিক দিকগুলো বাস্তবায়িত হয়নি,সরকার চুক্তি ভঙ্গ করছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)এর দাবী এটা একটা আপোষ চুক্তি।এর মাধ্যমে জুম্ম জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
আবার অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ এই চুক্তিকে কালো চুক্তি হিসেবে আখ্যায়িত করে একে স্থানীয় বাঙালীদের স্বার্থ পরিপন্থী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বলে দাবী করে।
জাতীয় রাজনৈতিক দল গুলোর স্থানীয় ইউনিট এর মধ্যে আওয়ামী লীগ,বাসদ এবং কমিউনিস্ট পার্টি চুক্তির পক্ষ শক্তি,বিএনপি এবং জামাত চুক্তির কিছু কিছু ধারার সংশোধন চায় আর জাতীয় পার্টি চায় চুক্তির বাতিল। এবার পার্বত্য শান্তি চুক্তির দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে এখনো(২৫ নভেম্বর পর্যন্ত) পাহাড়ে কোন কর্মসূচীর ঘোষণা আসেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।