আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। পাহাড়ে শান্তি ফিরুক, সে আশা আমরা করতেই পারি। কারণ চুক্তি হয়েছে ১৫ বছর। এর মধ্যে অনেক কিছু বদলেছে।
সবচেয়ে বেশি বদলেছে দৃষ্টিভঙ্গি। পাহাড়িদের বাঙালিরা সম্মানের সাথে দেখবেন, এটা ছিল সবার আশা। এটি হয়েছে। এখন পাহাড়িদের মধ্যে কোনো কোনো গোষ্ঠী এগিয়ে গেছে। যারা সরকারের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
কিন্তু এর মধ্যে যারা পিছিয়ে আছে তাদের এগিয়ে নিতে হবে। পার্বত্য চট্টগ্রামে বিভেদ নয়, সমন্বিতভাবে সব নাগরিককে এগিয়ে নেয়ার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। বিভেদের কোনো রেখা নয়, সম্প্রীতি চাই।
শান্তি চুক্তির পনেরো বছরপূর্তিতে এই কামনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।