আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনার কেন্দ্রে নির্বাচনকালীন সরকারপ্রধান

নির্বাচনকালীন সরকার কেমন হবে, তার একটি রূপরেখা দাঁড় করাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। একাধিক বিকল্পের কথা ভাবা হচ্ছে। তবে একজন ‘সর্বজন গ্রহণযোগ্য’ ব্যক্তিকে নির্বাচনকালীন সরকারের প্রধান করার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোকে ভিত্তি হিসেবে রাখতে চায় দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার সাংবাদিকদের বলেন, শিগগিরই তাঁদের দল নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা উপস্থাপন করবে।
সূত্র জানায়, সরকারপক্ষের আহ্বান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের সর্বশেষ অবস্থান পরিষ্কার করতে আনুষ্ঠানিকভাবে একটি রূপরেখা প্রস্তাব করবে দলটি। তবে সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা ছাড়া সংসদে কোনো প্রস্তাব দেবে না প্রধান বিরোধী দল।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।