আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার নতুন ল্যান্ডলাইন ফোন, ঢাকাফোন আর ন্যাশনাল ফোন

কেএসআমীন ব্লগ

গতকাল বনানীতে সফুরা টাওয়ারে একটা কাজে যাই। নীচতলায় দেখি ঢাকা ফোনের অফিস। সম্প্রতি তারা ঢাকা শহরে ল্যান্ডলাইন বা পিএসটিএন ফোনলাইন দেয়া শুরু করেছে। ভাবলাম একটু ঢু মারি। চৌকষ এক ফ্রন্টডেস্ক নির্বাহীর সাথে কিছুক্ষন আলাপচারিতা।

কলচার্জ মোটামুটি মোবাইল ফোনের মতই। শুধু বিটিটিবিতে করলে একটু কম। তিন মিনিটে দেড় টাকা। এক অর্থে এটা কম নয়। তারবিহীন সাধারণ টেলিফোন সদৃশ একটি হুয়াওয়ে ফোন তারা সরবরাহ করছে ২৫০০ টাকায়।

কোন লাইন রেন্ট নেই। প্রিপেইড সার্ভিস। চমকপ্রদ যে তথ্যটি ঐ নির্বাহী আমাকে দিল তা হচ্ছে- কিছুদিনের মধ্যেই নাকি যেকোন সিডিএমএ মোবাইল ফোনে তারা ঢাকাফোনের সার্ভিস দিতে পারবে। আমি তখন বলি - তাহলে মোবাইল ফোন আর ল্যান্ডলাইন ফোনের পার্থক্য কী থাকলো? তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। এটা আমাদের বিটিআরসির নীতিমালার ব্যর্থতা মূলতঃ।

প্রকৃতপক্ষে এই পিএসটিএন ফোনগুলি মোবাইল ফোন হিসেবেই এদেশে কাজ করবে আর আর্থিকভাবে কোন সুবিধাই করতে পারবে না। কারণ, গ্রামীন বা বাংলালিংকের মত বিনিয়োগ করার তাদের ক্ষমতাই নেই। ইতিমধ্যে বসুন্ধরা, ওয়েস্টটেক তাদের পিএসটিএন লাইসেন্স প্রত্যাহার করেছে। যারা এই ব্যবসায় নেমেছে তাদের ত্রাহী ত্রাহী অবস্থা। তারের মাধ্যমে যে ল্যান্ডলাইন সার্ভিস (যেমন বিটিটিবি), তা হচ্ছে দুনিয়াজুড়ে সবচে নির্ভরযোগ্য।

এখানে নিশ্চিতভাবে কোন নাম্বরে কল করে পাওয়া যায়। কনভারসেশন হয় পরিষ্কার, শব্দ উঠানামা করে না। টেলিফোন সেটের দাম কম। বিদ্যুত বা ব্যাটাররি প্রয়োজন পড়ে না। ইত্যাদি ইত্যাদি।

এখন আমাদের দেশে এই বিটিটিবি'র ফোনের দুর্দশার কারণ সকলেরই জানা। তার চুরি হওয়া, বারে বারে লাইনে ত্রুটি, লাইনম্যানের দৌরাত্ব, ভুতুরে বিল আতংক, সার্ভিসে অদক্ষতা ইত্যাদি। শুনলাম বিটিটিবি'র দেরীতে হলেও বোধোদয় হচ্ছে। সার্ভিস মান আর বাড়াতে চাচ্ছে (নিজের অস্তিত্বের কারণেই)। এটা অবশ্যই শুভ লক্ষণ।

বিটিটিবি বাদে বাকি সবাই ওয়্যারলেস পিএসটিএন সার্ভিস দিতে চায়। তার মানে হচ্ছে বিটিটিবির একচ্ছত্র আধিপত্য থেকেই যাবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।