আমাদের কথা খুঁজে নিন

   

সোজা কথা - ৭১ এর মুক্তিযুদ্ধ যারা মানেন না তাদের দিয়ে আমরা এদেশে কি করতে পারি?

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

কিভাবে বেচে থাকা যায় এই নর পশুদের মাঝে? চারদিকে রাজাকারদের নিত্য নতুন ফন্দী। এরা তো ঘুঘু পাখিকেও হার মানায়। আমরা তো আর ঘুঘু ধরার জন্য বসে নেই। তবুও কেন এইসব ঘুঘু বার বার ৭১ এ আঘাত হানছে? জোর গলায় বলছে আমরা যাদের মুক্তিযোদ্ধা বলে সালাম দেই, তারাও নাকি ৭১ এর যুদ্ধাপরাধ। আমি কনফিউজ আমার দেশের ইতিহাস নিয়ে।

কারন আমি ৭১ দেখি নাই। কোনটা সত্যি? জামায়াত যা বলছে তা নাকি, ৭১ এর মুক্তিযুদ্ধ। ৭১ এর মুক্তিযুদ্ধ যারা মানেন না তাদের দিয়ে আমরা এদেশে কি করতে পারি? এব্যপারে তাদের বক্তব্য কি? তারা এখনও কেন এদেশে আছেন কিসের আশায়? এটা কি কোন ষড়যন্ত্রের নকশা? দেশকে ধ্বংশ করার হাত হতে আমাদের কে বাচাবে আজ? মুজিব নেই, নেই জিয়া মহান নেতারা কেউ বেচে নেই আজ। যারা আছেন তারা লাল ঘরে জামাই! আদরে। সরকার কি করেন, কেন করেন তা সরকারই ভাল জানেন।

আমি দেখি জামায়াতের নেতাদের চারিত্রিক পত্র দিতে পেরে সরকার খুশি। অমুকের চরিত্র ফুলের মত ফবিত্র - বলতে পারলে সরকারে কি কেউ কেউ সাথ'ক হয়? আমি কিছু বুঝি না। আপনি কিছু বুঝেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।