আমাদের কথা খুঁজে নিন

   

শুন্য এসেই ভাঙে বৃত্তরেখা



শুভ্র নুপুর পরিয়েছি তার পায়ে এবং দেখেছি বিংশ ভোরের কোলে কত নদী বয়ে লিখেছে আত্মকথা ভরিয়ে কিনার স্রোতের ফুলে ফুলে। ঢেউগুলোকে পুষ্প বলেই ডাকি এক জনমের অংক জমা রেখে কেউ না বুঝুক দশমিকের খেলা রাখুক না হয় লাল রুমালে ঢেকে। একের বামে শুন্য বসিয়ে দিলে শুন্য এসেই ভাঙে বৃত্তরেখা হেমন্ত যার স্মৃতিতে নীলছায়া খুঁজে আকাশ চিরদিন সে একা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।