বৃটিশ প্রিন্স হ্যারির সঙ্গে তার প্রেমিকা চেলসি ডেভির সম্পর্ক ভেঙে গেছে। নিউজ অফ দি ওয়ার্ল্ড গতকাল রবিবার এক এক্সকুসিভ রিপোর্টে এ তথ্য জানিয়েছে।
চেলসির (২২) অজ্ঞাতনামা বন্ধুদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটিতে বলা হয়, হ্যারির (২৩) উচ্ছৃঙ্খল জীবন, অন্য মেয়েদের সঙ্গে মেলামেশা ও প্রতিশ্রুতিহীনতার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন চেলসি। হ্যারির এসব আচরণে চেলসি তার ওপর যারপরনাই বিরক্ত বলে জানায় এ বন্ধুরা।
লেসোথোয় অবস্থানরত হ্যারির সঙ্গে এ মাসের গোড়ার দিকে ইংল্যান্ডের লিডস থেকে কয়েক দফা ইমোশানাল টেলিফোন কলের মাধ্যমে চেলসি তাদের সম্পর্কের ইতি টানেন।
যথেষ্ট হয়েছে, নাউ ইটস ওভারÑ এ কথা বলে চেলসি টেলিফোন রেখে দেন বলে জানা গেছে।
রাজপ্রাসাদের কর্মকর্তারা প্রিন্সের ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ ঘটনার পরপরই হ্যারিকে মদ্যপ অবস্থায় অন্য এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
সূত্র- যায়যায়দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।