আমাদের কথা খুঁজে নিন

   

মরিতে চাহিনা আমি এই সুন্দর ভূবনে.......

মনরে মনরে...... তুই বড় বোকা, নিজের বুঝ বুঝলিনারে, খেয়ে গেলি ধোঁকা....

ধীরে ধীরে গাছে যত ফুল ছিল তা আস্তে আস্তে একে একে সব ঝরে পড়তাছে, কি ভাই বুঝলেন না কি কইতাছি এইতো। আসলে আমার যত বন্ধু ছিল একে একে সব বিয়া কইরা হালাল হয়া যাইতাসে, আর আমি সবে ধন নীল মণি একা একলা পথে চলতাছি, মাঝে মাঝে কবি গুরুর গান "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে" গায়া উঠি নিজেরে সাহস দিবার লাইগা যে আমি এখনো আছি, বাঁইচা আছি। কিন্তু মনে হয় আর পারুম না। এখন দেখা হইলেই মাইনষে আগে জিগায় কিরে বিয়া করোনা কে? মনে হয় এইতায় এখন যেন জাতীয় সমস্যা (আম্মাআআ) । আর তাছাড়া পোংটা গুলি কয় কিরে কওন সমস্যা (খাইয়ালামু) । আমি কই বিয়া তো করছো হেই আমলে শায়েস্তা খাঁর আমলে গোল্ডের দাম আছিল ১০,০০০ -১২,০০০ টাকা প্রতি ভরি আর এখন কিনতে যাও বুঝবা ঠেলা। কিন্তু এইগুলি কি আর হেরা বুঝে! খালি কথার খোঁচা দেয়, তাই ভাবলাম বিয়া এককান করতেই হইব। বুকে সাহস নিয়া আগাইয়া যাইতে থাকি আর এদিক ওদিক মাইয়া দেখি (ক্লোজআপহাসি) । আবার ভয়ও হয় স্বাধীনতা হীণতায় কে বাঁচিতে চায়রে কে চায়........ হের উপর যদি এই ধরনের ছবি দেহি তখন সত্যি কথা কইলজাতা এক্কেবারে কাইপা উঠে মনে হয় রোজ হাসরের দিন বুঝি খুবই কাছেরে কাছে..... (বাঁচাওওও)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.