অত শত জানি না , জল খাবো পানি না।
হাসিমুখ
শিরোনামহীন
অ্যালবাম ~ জাহাজী
C#m_____B
প্রতিটি রাস্তায় , প্রতিটি জানালায়
A_________G#
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা
C#m________B
তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই
A_________G#
হেঁটে হেঁটে বহুদুর, বহুদুর যেতে চাই (২)
F#m______B
রোদ উঠে গ্যাছে তোমাদের নগরীতে,
A_____________B
আলো এসে থেমে গ্যাছে, তোমাদের জানালায়
F#m_____B
আনন্দ হাসিমুখ চেনা চেনা সবখানে
A___________G#
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
C#m_________B
তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই
A_________G#
হেঁটে হেঁটে বহুদুর, বহুদুর যেতে চাই।
C#m__G#_______A__G#
হারিয়ে... যেতে চাই
C#m__G#_______A__G#
তোমাদের রাস্তায়
F#m_______B
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়
A__________G#
অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়
C#m__B______A__B
রোদ উঠে গ্যাছে চেনা এই নগরীতে
__C#m__B___A____C#m
নাগরিক জানালা হাসিমুখে একাকার...
F#m____B
আনন্দ উৎসব চেনা চেনা সবখানে
A___________G#
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার।
C#m_________B
তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই
A_________G#
হেঁটে হেঁটে বহুদুর, বহুদুর যেতে চাই (২)
শিরোনামহীনের এই চমতকার গানটির লিরিক্স সংগ্রহ করেছি মুকুল ভাইয়ের লেখা একটি ব্লগ থেকে।
তাই এবেলায় তাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। সাথে সাথেই সামহোয়্যারইনের গিটারপ্রেমী ভাইয়া-আপু'দের জন্য গানটির গিটার কর্ড প্রকাশ করলাম।
এই গানটির অরিজিনাল কর্ড Bm থেকে শুরু হবে। আমি এখানে C#m থেকে শুরু করেছি। আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন।
যাই আমি আমার গিটারে গানটা একটু ট্রাই করি। আপনারা ততক্ষনে কপি-পেষ্ট করতে থাকেন
কমেন্ট চাই (ক্লোজআপহাসি) !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।