আমাদের কথা খুঁজে নিন

   

শিকাগো সিটিতে উড়ছে বাংলাদেশের পতাকা

সংবিধান-ই নাগরিকের শক্তি

যুক্তরাষ্ট্রের শিকাগোর সিটি হলের সামনে অন্যান্য কয়েকটি দেশের জাতীয় পতাকার সঙ্গে এখন থেকে বাংলাদেশের পতাকাও উড়ছে। এশিয়ান হেরিটেজ সাম উপলক্ষে শিকাগো সিটি হলে হত ১৮ মে ২০০৭ এক বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কুক কাউন্টি ট্রেজারার মারিয়া পপ। স্থায়ীভাবে এ পতাকা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সিটি প্রশাসন। শিকাগো শহরে কয়েক বছর আগে 'শেখ মুজিব ওয়ে' ও 'এফ আর খান ওয়ে' নামে দু'টি সড়কের নামকরণ করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের সময় বিভিন্ন দেশের অভিবাসীরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার শিকাগো ল্যান্ডের সভাপতি মুনির চৌধুরী অনুষ্ঠানে কাউন্টি ট্রেজারার মারিয়া পপকে কৃতজ্ঞতাসূচক 'প্লাক' প্রদান করেন। অনুষ্ঠানে এশিয়ার দেশগুলোর কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে এওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশী ছাত্রী তামান্না হককে 'স্টেট স্কলারশিপ' এওয়ার্ড দেয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.