আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা গেছে খোয়া-(এটাকে ছড়াই বলা চলে)

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

যান্ত্রিক তুমি যান্ত্রিক আমি ভালোবাসার কালো ধোঁয়া, মন-যন্ত্রের গোলযোগে পড়ে ভালোবাসা গেছে খোয়া। ভালোবাসার ভ্যাকেন্সিতে মনের বাতি ফিউজ সবার মুখে শুনছি শুধু- এটাই ব্রেকিং নিউজ! কেউ দেখে না মনের আগুন ভালোবাসার কালো ধোঁয়া, মন-যন্ত্রের গোলযোগে পড়ে ভালোবাসা গেছে খোয়া। ভালোবাসার মানিব্যাগ আজ এক্কেবারে ফাঁকা, বেকার কবির শূন্য খাতায় বুকটা করে খাঁ খাঁ। কেউ বোঝে না মনের জ্বালা ভালোবাসার কালো ধোঁয়া, মন-যন্ত্রের গোলযোগে পড়ে ভালোবাসা গেছে খোয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.