আমাদের কথা খুঁজে নিন

   

সোনালী সময়ের গর্ভপাত!!!!

সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...

ছেলেটা বুঝতে পারছে না সে কি করবে। ও তো ছোটোবেলা থেকে শুনে এসেছে-মেয়েদের পেটে বাচ্চা আসে। ওর মা; খালাদের বছর বছর গর্ভবতী হতে দেখেছে ও। অথচ আজ...অথচ আজ ও কী করে ভাববে ওর পেটের নীচটা ফোলা। ও গর্ভ...! চোখ জুড়ে স্বপ্ন...বাবাকে একটু মুক্তি দেবে। সারাদিন যে গাধার খাটুনি খাটে না বাবাটা! বাবার জন্য কষ্ট হয় ওর!মাঝরাতে বাবা যখন বাসায় ফেরে; ওর ইচ্ছে হয় ;বাবার মাথায় একটু হাত বুলিয়ে দেয় ! অথচ বাবার সামনে দাড়াতে পারে না ছেলেটা। বাবা দিন দিন ক্যামন বুড়িয়ে যাচ্ছে। বাবার চুল গুলো ক্যামোন সুন্দর ছিলো!আজ তার জুলের দিকে তাকানো যায় না! বোনটা দিন দিন মরা-মরা হয়ে যাচ্ছে। (চলবে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।