আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নহীন সমাজে কি গণতন্ত্র সম্ভব??

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

গণতন্ত্র মানে সকল মানুষের কথা কওনের অধিকার? গণতন্ত্র মানে সকল মানুষের মত প্রকাশের অধিকার...গণতন্ত্রে কি গণতন্ত্র ধ্বংস করনের মত প্রকাশের অধিকার থাকে? গণতন্ত্র কি বৈষম্যমূলক সমাজের কথা কয়? আমার মনে এইসব প্রশ্ন আইসা ভীড় করে...এর সবগুলিরই হয়তো সাংবিধানিক উত্তর আছে...যে কোন জ্ঞানীমানুষ প্রাতিষ্ঠানিক জ্ঞানের সকল ঝাপি মেইলা আমারে অনেক সংজ্ঞায়নের ইতিহাসও জানাইয়া দিতে পারবো নিশ্চিত...কিন্তু আমার মাথায় আইসা একটা শব্দ বড় জ্বালাতন করে। "প্রকৃত" শব্দের মাজেজা খুঁজতে ইচ্ছা করে...গণতন্ত্রে বিধিনিষেধ আর আধিবিদ্যক জীবন দর্শনের জোরাজুরি থাকতে পারে কি? প্রকৃত গণতন্ত্র আসলে কি? প্রশ্ন করন আর নাকচ করনের যেই স্বাভাবিক প্রবণতা মানুষ সভ্যতার সকল বিবর্তনে ব্যবহার করছে তার জন্য হুমকীস্বরূপ যেই সকল মত সমাজে উপস্থিতি রাখে...প্রকৃত গণতন্ত্রে কি তার নিরাপত্তার দায়িত্বও বর্তায়? গণতন্ত্র কি সংখ্যার তত্ত্ব? অংকের নিয়মে তৈরী হওয়া কোন শাসন ব্যবস্থা? অতীতে যতো ব্যখ্যা শুনছি গণতন্ত্র বিষয়ক...তাতে সংখ্যাগরিষ্ঠের শাসনের কথা আমার মনে পড়ে...কিন্তু সংখ্যাগরিষ্ঠ কি আসলে ক্ষমতার নিয়ন্ত্রন করে? বৈষম্যমূলক সমাজে কি প্রতিনিধিত্ব সম্ভব? তাইলে প্রতিনিধিত্ব করে কারা? গণতন্ত্র কি টাকার নিরীখে তৈরী হওয়া সমাজে সম্ভব? মানুষের মৌলিক বিকাশের সকল নিরীখে বৈষম্য বা ভিন্নতা নিয়া কেমনে গণতান্ত্রিক কওয়া সম্ভব একটা সমাজ বা রাষ্ট্ররে? গণতন্ত্র কি মানুষের প্রয়োজনে গইড়া উঠা নীতিমালা? নাকি মানুষের উপর নির্দেশ জারীর মতাদর্শ? মানুষের সমাজ উন্নয়নের তরে যদি কোন মতাদর্শ হয় তাই কি প্রকৃত গণতন্ত্র? মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কি কখনো নির্দেশ জারী করা কোন সমাজে সম্ভব? মতপ্রকাশের দারিদ্র কিম্বা মানবতাবিরোধী মতের ধারণ কি গণতান্ত্রিকতায় সাজে? এতোসব প্রশ্নের মাঝে যেই প্রশ্নটা সবচাইতে বেশি নাড়া দ্যায়, গণতন্ত্র আর ধর্মভিত্তিকতা কি একলগে পথ চলতে পারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।