আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নহীন স্মার্ট'দের বলছি !

ভোরের পাখি ... বাবা, ওই যে দৌড়ায় ... বাবা, ওইটা কি ?বাবা, আকাশ কি ?বাবা, ওই যে, ওই যে, ওই কালো পাখিটার নাম কি ?মা, এই টা কি রঙ ? এমন হাজার খানেক প্রশ্নে বারবার, বাবা-মা কে বিরক্ত করেছি প্রতিদিন । আজ যখন গুগল ওইরকম কোটি কোটি প্রশ্নের উত্তরদাতা হয়ে আমাদের কাছে উপস্থিত, আমরা কয়টি প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করি ? আজ আমরা যারা শিক্ষার্থী,ব্রাউজার ওপেন করেই http://www.facebook.com অথবা গান ডাউনলোড বা একটু ভিন্ন কোনো ছ বি, এই পর্যন্তই খোজাখুজি প্রতিদিন, যদি না অ্যাসাইংমেন্ট এর কাজ না থাকে । এ দ্বারা কি এটিই বুঝায় যে, আমাদের প্রশ্ন ফুড়িয়ে গেছে ... মূর্খ শৈশবে যদি এত প্রশ্ন থাকতে পারে, তবে এখন কেমন করে আমরা প্রশ্নহীন সময় শেষ করি ? দুটি কারণ হতে পারে, আমরা সব জেনে গেছি তাই আর কোনো প্রশ্ন নেই, অথবা আমরা অজ্ঞ-অন্ধ থাকতে চাই । প্রথমটি অসম্ভব । আর তবে দ্বিতীয়টি নিয়েই আসুন ভাবি ...নিজেদের প্রশ্ন করি,কেন আমরা অজ্ঞ বা অন্ধ হয়ে থাকতে চাই ? কেন আমরা কোনো ঘটনায় নিজের মধ্যে আরো জানার আগ্রহ খুজে পাইনা, কেন প্রশ্ন জাগে না যে, যা কিছু দৃশ্যমান তা ভুল কিনা, এর পিছনে অন্য কিছু লুকানো কিনা ? এরকম অনেক প্রশ্ন তো মানব মনে আসা স্বাভাবিক ।

কিন্তু আমাদের কতজনের মনে প্রশ্নগুলি জেগে ওঠে ? আর কতজন আমরা প্রশ্নকর্তাদের বা প্রশ্নভাবুকদের "আতেল" বলে হেয় করি ? যদি বলি ব্র্যান্ডের পোশাক, মটরসাইকেল চালিয়ে কিংবা গলায় ক্যামেরা ঝুলিয়েই উন্নত/স্মার্ট মানুষ হওয়ার চেয়ে প্রশ্ন করে তার সঠিক উত্তর খুজে বের করাতেই বেশি স্মার্টনেস !! কজন আমার এ কথায় একমত হবেন ?অনেকেই বলেন প্রশ্ন করতে চাই, কিন্তু কেউ পছন্দ করে না এ ব্যাপারটা । আমি বলি যারা পছন্দ করেনা, তাদের কে "মানুষ" হিসেবে ভেবো না । হতে পারে তোমার প্রশ্ন অযৌক্তিক বিরক্তিকর কিন্তু সে যদি তোমায় বিরক্তিকর বলে থাকে তবে তার উচিত কেন অযৌক্তিক তা যুক্তি দিয়ে বোঝানো । ধমক দিয়ে থামানো নয় । ধমক দিয়ে থামিয়ে দেয়া সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়, আমাদের শিক্ষা ব্যবস্থায় ।

হয়ত আজকের আমাদের প্রশ্নহীন জীবনের জন্য সেটি অনেকাংশে দায়ী, কিন্তু ওই যে বললাম, ব্রাউজার, সার্চ ইঞ্জিন আর ওয়েব সাইট গুলি তবে কাদের প্রশ্নের উত্তর দেবার জন্য উপস্থিত হয়েছে ? তবে হ্যা ওরা যে আমাদের একেবারে সঠিক উত্তর দিবে তা ভাবাটাও ঠিক নয়, আমাদের কেই খুজতে হবে প্রশ্নের উত্তর ততক্ষন যতক্ষন মনের মাঝে কোনো ছোট্ট প্রশ্নও থেকে যাবে, কেননা যদি জ্ঞান সমুদ্রের জলরাশির উপরের রঙটিকেই আসল রঙ বলে ধরে নেই তবে ঠকবার সম্ভাবনাই বেশি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।