নতুন পৃথিবীতে সবাইকে স্বাগমতম!
কল রেট এবং অন্যান্য বিবিধ কারণে মোবাইল নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হতেই পারে।
একটি মোবাইল নাম্বার দীর্ঘদিন ব্যবহার করার পর অনিবার্য কারণে নতুন নাম্বারে কনভার্ট করার সময় নিম্নলিখিত স্টেপগুলি গ্রহণ করেছিলাম:
১. একটু অসুবিধা হলেও দু'টি সেট ব্যবহার শুরু করলাম। তার মানে আমার পুরানো এবং নতুন, দু'টি নাম্বারই তখন খোলা থাকতো।
২. যে সব ব্যক্তির কাছে আমার নাম্বার থাকা খুবই জরুরী এবং আমি যাদের সাথে সব সময় যোগাযোগ করি, তাদেরকে নতুন নাম্বার থেকে কল অথবা মেসেজ দিয়ে এই নাম্বারটি জানিয়েছিলাম (বিদেশে থাকা সংশ্লিষ্ট সবাইকেও)।
৩. আউটগোয়িং সব কল নতুন নাম্বার থেকেই করতাম এবং যার সাথে এই নাম্বার থেকে প্রথম কথা হতো, তাকেই জানিয়ে দিতাম এখন থেকে এটিই আমার নাম্বার।
অন্যদিকে ইনকামিং আসতো আগেরটাতেই। সেখানেও যাদের সাথেই কথা হতো, তাদের জানিয়ে দিতাম আমার নতুন নাম্বারটি।
৪. এক মাসের মাথাতেই আমি দেখলাম পুরোনো নাম্বারটিতে আর কল আসছে না বললেই চলে।
৫. তখন আর অপেক্ষা না করে পুরানো নাম্বারটি বন্ধ করে দিলাম।
উল্লেখ্য, এই প্রক্রিয়ায় কল করতে ও মেসেজ দিতে সাময়িক কিছু এক্সট্রা খরচ হলেও, যে বেনিফিট আমি পাওয়া শুরু করলাম, তার মূল্যমান অনেক অনেক বেশি।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।