আমাদের কথা খুঁজে নিন

   

আবারো আগুন লাগলো পোশাক কারখানাতে বাণিজ্য মেলায় পারটেক্সের প্যাভিলিয়নধসে তেজগাঁও কলেজ এর ছাত্র নিহত

ছোট মুখে বড় কথা বলতে নেই। কিন্তু কিছু না বললে নিজেকে কাপুরুষ মনে হয়, তাই বলি, চুপ করে থাকতে পারি না :( এভাবে চলতে থাকলে, আমাদের দেশ অর্থনীতি দিক দিয়ে অনেক পিছিয়ে পড়বে । দেশ থেকে বায়ার চলে যাবে । রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে আজ স্মার্ট ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় আগুন লেগে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বেলা পৌনে তিনটার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

রাজধানীর আগারগাঁও আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ শনিবার পারটেক্স প্লাস্টিকের দ্বিতল প্যাভিলিয়নের ছাদ ধসে পড়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম রনি দাস (২৪)। তিনি ওই প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতেন। তিনি তেঁজগাও কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

নিহত রনি দাস প্যাভিলিয়নের তথ্যপ্রযুক্তি বিভাগের হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।