আমাদের কথা খুঁজে নিন

   

আলীমের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর তুরিন আফরোজ। রবিবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। ওই দিন আসামি পক্ষের যুক্তিতর্ক শুরুর কথা রয়েছে।

অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চেয়ে শুনানিতে প্রসিকিউটর বলেন, একাত্তরে জয়পুরহাটে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে আবদুল আলীম কম্পাসের (দিকনির্দেশক) মতো ভূমিকা পালন করেছেন।

জয়পুরহাট, আক্কেলপুর ও ক্ষেতলালসহ বেশ কিছু টর্চার ক্যাম্পে নিরীহ জনসাধারণকে নির্যাতন ও হত্যায় তার সম্পৃক্ততা ছিল। রাজনৈতিকভাবে তিনি জনসম্পৃক্ত ব্যক্তি ছিলেন। তার উপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে সাক্ষীরা বলেছেন। প্রসিকিউটর আরও বলেন, সব কিছুর পরে একজন নেতা হিসেবেও 'সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি'র (ঊধর্্বতন নেতৃত্বের দায়) দায় তার ওপর বর্তায়। জয়পুরহাটের সব কটি রাজাকার ক্যাম্পের সঙ্গেও তার প্রত্যক্ষ সম্পর্ক ছিল।

তিনি নিজের বাড়িতে ক্যাম্প স্থাপন করে রাজাকারদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রসিকিউটর তুরিন বলেন, একাত্তরে পাকিস্তানি সেনারা কোথায় যাবে, কোথায় অপারেশন হবে, কাদের মারবে সে বিষয়ে দিকনির্দেশনা দিতেন আবদুল আলীম। জয়পুরহাট শহরে কনভেনশন মুসলিম লীগের একজন নেতা হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীকে তিনি স্বাগত জানান। প্রসিকিউটর তুরিন বলেন, আলীমের বিরুদ্ধে আমাদের আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। অপরাধের গুরুত্ব অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির আবেদন করছি।

নিজামীর পক্ষে জেরা : জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের ২১তম সাক্ষী ইউসুফ আলী বিশ্বাসকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। ট্রাইব্যুনাল-১-এ জেরা করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। আজ পরবর্তী সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা রয়েছে। মঙ্গলবার জবানবন্দি দেওয়ার পর ওই দিনই সাক্ষীকে জেরা শুরু করে আসামি পক্ষ। জেরায় ইউসুফ আলী বিশ্বাস জানান, একাত্তরের ১০ জুন তিনজনকে হত্যার ঘটনা তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার আগে আর কারও কাছে তিনি বলেননি।

সাক্ষী বলেন, স্বাধীনতার পর বিরোধীরা পালিয়ে গিয়েছিল, অনেকে নিহত হয়েছিল, তাদের মধ্যে কাউকে গ্রেফতার করা হয়েছিল কি না আমার জানা নেই। '৭১ সালের ১০ জুনের আগে থেকেই নিজামী সাহেবকে চিনতাম। সেই সময় আমি আওয়ামী লীগসহ অন্য সব দলের সভা শুনতাম।

মোবারকের বিরুদ্ধে জবানবন্দি : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের দশম সাক্ষী আবদুল হামিদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। জবানবন্দি শেষে ট্রাইব্যুনাল-১-এ সাক্ষীকে জেরা করেন আইনজীবী আহসানুল হক।

এ মামলার পরবর্তী কার্যক্রম ২৬ সেপ্টেম্বর শুরু হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.