আমাদের কথা খুঁজে নিন

   

আলীমের যাবজ্জীবন কারাদন্ড

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধকালীন মুসলিম লীগ নেতা আব্দুল আলীমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বুধবারবার সকাল ১০টা ৪৯ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ১৯১ পৃষ্ঠার এই রায়ের রায়ের সংক্ষিপ্তসারের পড়া শুরু করেন বিচারপতি শাহিনুর ইসলাম।

ট্রাইব্যুনালের অপর বিচারক মো. মুজিবুর রহমান মিয়া রায়ের দ্বিতীয় অংশ পড়ার পর ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাজা ঘোষণা করেন।

একাত্তরে হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা এবং এসব অপরাধে উস্কানি ও সহযোগিতার ১৭টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আব্দুল আলীমের বিরুদ্ধে।

আব্দুল আলীমের বিরুদ্ধে আনা আক্কেলপুরে ৯ জনকে হত্যা, নওদা গ্রামে ৪ জনকে হত্যা, ক্ষেতলাল থানার উত্তরহাট শহর গ্রামের ৯ জনকে হত্যার আরও ৩টি হত্যা-গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এগুলো ষষ্ঠ থেকে অষ্টম অভিযোগে আনা হয়। এর আগে কড়ই কাঁদিপুরে গণহত্যা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৩৭০ জনকে গুলি করে হত্যার অভিযোগও প্রমাণিত হয়েছে। এটি করা হয়েছিল দ্বিতীয় অভিযোগে। এছাড়া প্রমাণিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা গ্রামের মেহের উদ্দিনের বাড়িতে লুটপাট-আগুন দিয়ে তাকে দেশান্তরিত হতে বাধ্য করার অভিযোগও।

এ অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগে।

এছাড়া যুদ্ধাপরাধের ঘটনায় ‘সুপিরিয়র রেসপনসিবিলিটির’ জন্যও অভিযুক্ত হয়েছেন আব্দুল আলীম।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.