আমাদের বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলাম যে কত প্রভাবশালী প্রতিভা!!
আজ দেশের প্রতিটি টিভি চ্যানেলে রেডিওতে তাঁর ঈদের গানটি বারবার শুনছি। যতবার শুনি ততবার ভালো লাগে। কি আবেদন এই গানের! এর সমতুল্য আর একটিও ঈদের গান নেই!!
কথা ও সুরের কি মধুময় আকর্ষণ!
কোন তুলনা নেই! কোন তুলনা নেই! কোন তুলনা নেই!
নজরুল আপনি চিরঞ্জীব, আছেন থাকবেন সকল যুগেই!
সেটি হলো-
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগীদ...
তোর সোনা দান বালা খানা সব রাহে লিল্লাহ
দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে নীদ
আজ পড়বি ঈদের নামাজরে মন শেষ এই রাতে
যে মায়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ
ও মন রামজানের ঐ......
আজ ভুলে যা তোর দোস্ত দুশমান হাত মেলা হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব মুসলিম ইসলামে মুরিদ....।
সবাইকে ঈদের শুভেচ্ছা। আনন্দঘন হোক আজ সবার মনের অঙ্গন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।