আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লব- ইসলামী কিংবা সমাজতান্ত্রিক!

নির্ভয়ে সত্য বলুন

কাঁধে ঝোলা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। একটা সিগারেট ভাগ হয়ে উঠছে চৌদ্দ জনের ঠোঁটে। ১৫০-২০০ টাকায় কেনা জামার বুকে চে গুয়েভারার ছবি। মুখে কল্পিত বিপ্লবের বুলি। কাছাকাছি এমন দৃশ্য কোথাও দেখে থাকলে নিশ্চিত জানবেন, এরা বিপ্লবী! সিটি ব্যাংক এনএতে তাদের স্থান নেই।

তারা প্রোগ্রামিং প্রতিযোগিতায় নেই। রয়টার্স-বিবিসির আইডি তাদের গলায় ঝোলে না। আর এমনকি কোনো তরুণীও তাদের অপেক্ষায় থাকে না। তারা শুধু টাকা ধার নেবে, কিন্তু ফেরত দেবে না। চারপাশে এই যে এতো সম্ভাবনা, এতো প্রাণচাঞ্চল্য- কিছুই তাদের স্পর্শ করে না।

হতাশ এই তরুণদের কেউ আত্মস্থ করতে চায় চে গুয়েভারা কিংবা লেনিনকে। আর কেউ নাম লেখায় হিজবুত তাহরীর কিংবা জামায়াতুল মুজাহেদিনে। কোনো পুঁজি ছাড়াই তারা বিপ্লব করার স্বপ্ন দেখে- ইসলামী কিংবা সমাজতান্ত্রিক। এভাবে চলতে চলতে জীবনের একটা পর্যায়ে এসে তাদের স্বপ্নভঙ্গ হয়। তখন আর উঠে দাঁড়ানোর সুযোগ থাকে না তাদের।

আমাদের দেশে জামায়াতি এবং বিপ্লবওয়ালারা সমান খারাপ। আপাতচোখে এই দুপক্ষের অবস্থান বিপরীত মনে হলেও এরা সমানভাবে তরুণদের সর্বনাশ করছে। আমি ভেবে পাই না, ছাগল দাড়ির মুহাম্মদ কামারুজ্জামান আর মুজাহিদুল ইসলাম সেলিমকে দেখে এই সময়ের কোনো তরুণের মনে কী অনুপ্রেরণা জাগতে পারে! রাগীব হাসানের পর্যবেক্ষণ থেকে আমরা জেনেছি, গুগলে কর্মরত ভারতীয় ইঞ্জিনিয়ারদের থেকে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের মেধামান কোনোভাবেই কম নয়। যে গুগলে সপ্তাহেই ৪০ জনেরও বেশি লোক নিয়োগ হয়, সেখানে বাংলাদেশীর সংখ্যা কেন হাতেগোনা এক বা দুজন? মাইক্রোসফট-ইয়াহুতে কজনই বা বাংলাদেশী কাজ করছে? অথচ পাশের দেশ ভারতে দেখুন, কিভাবে বদলে যাচ্ছে একটা দেশ আর সেই দেশের তরুণসমাজ! আর আমাদের তরুণরা কী করছে? মাহমুদুজ্জামান বাবুর বিপ্লবী গান থেকে তারা অনুপ্রেরণা খুঁজছে। ভ্যানে বসে তারা ‘ভ্যানগার্ড’ নামের চটি পত্রিকা বিক্রি করছে।

হায়! যা হোক, কেউ কি জানেন গুগল জিনিয়াস পেজ-ব্রিনের ছবিওয়ালা টি-শার্ট বাংলাদেশের বাজারে পাওয়া যায় কিনা? গায়ে জড়ানোর খুব ইচ্ছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.