আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে
[ডিজুস প্রজন্ম এবং যাদের জন্ম ১৯৮৭ এর পর , তারা প্রথমে বুঝে উঠতে না পারলে নিচের দিকে পাদটিকার সাহায্য নিন]
৯০ দশকের মাঝামাঝি , সম্ভবত ৯৫ সাল, আমি তখন ক্লাশ সিক্সে । বাংলাদেশি চ্যানেল বলতে কেবল তখন বিটিভি । ডিশ কালচারের সূচনাকাল , বিটিভির সূর্য অস্তমিত প্রায় , মৃত্যুর আগে "রূপনগর" নাটকের মত দুই একটা ঝলক । ধারাবাহিক নাটকের আলো টিমটিমে হয়ে যাচ্ছে ক্রমশ । সবেধন নীলমনি হয়ে আছে "ইত্যাদি" এবং বৃহস্পতিবারের সাপ্তাহিক নাটক।
৯৫ এর শেষদিকে হুরমুড় করে নতুন চমক, নতুন এক ধরণের নাটক। বিটিভির ম্যারমেরে অন্ধকার ৩ দশক পুরনো সেট ,ঘুম জাগানিয়া ইনডোর স্টুডিও থেকে নাটক চলে আসলো খোলা আকাশের নিচে । নাটক দেখে সবাই বেশ পুলকিত ,বিটিভির প্রোগ্রাম এত অন্ধকার প্যাকেজ নাটকে এত "আলো" [১]।
বিটিভির নাটকে , গাউন পেচিয়ে বসে থাকা বিজনেস ম্যাগনেট শিহাব চৌধুরীর ঘরে পর্যন্ত দরজার পাল্লা নেই, কলিংবেল টিপে অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে মেয়ের দরজা খোলার পরোয়াও নেই, "মা" ডেকে বলে সোজা পর্দা সরিয়ে বাসায় ঢুকে আসে । অথচ প্যাকেজ নাটকে দরজার কোন অভাব নেই, গজারি কাঠের পাল্লায় আবার নকশা তোলা , কলিংবেল টেপার পর দরজা খুলতে চায় না , পারলে
viewing glass গলিয়ে ক্যামেরা ঢুকে পরে , আগন্তুককে magic ball এ দেখিয়ে তবেই দরজা খোলা [২] ।
গ্রামের ছবিটাও বদলে গেলো ,মাটির উঠানটা খাকি হার্ডবোর্ডের মসৃণতা হারিয়ে এখন যথেষ্ট এবড়ো থেবড়ো । গায়ের মেঠো পথে এখন আলগা খড় পরে থাকে না, পথের ধারের গাছগুলো পথের সাথে আকারের অনুপাতটা নির্লজ্জভাবে লংঘন করে না , পথ চলতে থাকা পথিকের এখন চলতে শুরু করতেই কারও সাথে দেখা হয়ে যায় না [৩]।
প্যাকেজ বিপ্লবে অভিনতা - অভিনেত্রীদের মধ্যেও এনে দিল বিপ্লব । সেসময়কার ক্রেজ দাপুটে ৮ তরুণের মধ্যে তৌকির ভালমানুষের মুখোশ খুলে রীতিমত অট্টহাসি এক্সপার্ট ভিলেইন , জাহিদ হাসান বোকা মানুষী ছাড়িয়ে রীতিমত একজন তরল সরল বোকা সোকা , চিরসবুজ আজিজুল হাকিম বিটিভির অন্ধকার ছেড়ে প্রাকৃতিক আলোতে গাঢ় সবুজ , শহীদুজ্জামান সেলিম চান্স পেলেই আতেলুকচয়াল । তাদের বিপরীতে বিপাশা হায়াত , শমী কায়সার , আফসানা মিমি আর বিজরীদের সরব ও শক্তিশালী উপস্থিতি ।
২০০৩/০৪ এ "ডিজুস বি্প্লবের" আগে "প্যাকেজ বিপ্লব"টাও
ছিল মনে রাখবার মত । সবকিছুতে শুরু হল প্যাকজের ছড়াছড়ি
*কাচাবাজারে ১০ রকমের গুড়ো মাছ মেশানো ছোট মাছের প্যাকেজ
* কোচিং সেন্টারে মডেল টেস্টের প্যাকেজ
* কাজের মেয়েকে ইংরেজি শিখিয়ে দেবার প্রতিগ্গা নিয়ে স্পোকেন ইংলিশের প্যাকেজ
*৩ দিনে সিকিম ভুটান নেপাল একসাথে দেখিয়ে দেবার বিশ্বভ্রমণ প্যাকেজ
** এবং আরও আরও .................
পাদটিকা :
[ডিজুস প্রজন্ম, যারা অল্প বয়েসের কারণে প্যাকেজ বিপ্লব miss করে গেছে]
[১]বিটিভির সেটে পূর্নাংগ নাটক হত , বাসার ড্রইংরুম আর অফিসের CEO এর রুমের মাঝে হয়ত একটা হার্ডবোর্ড । আলোর প্রচন্ড স্বল্পতা ছিল , এখন এমন লাইটিং দেখলে অনেকেই ঘুমিয়ে যাবে । প্যাকেজ নাটকের শুটিং শুরু হল আউটডোর সেটে । আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক আলোতে নাটক তখন আলোকিত ।
[২]ঘরের দেয়ালগুলো সব হার্ডবোর্ডের , দরজায় পাল্লা লাগালে দেয়াল ধ্বসের আশংকা আছে , তাই দরজায় কোন পাল্লা থাকতো না । একটা পর্দা দিয়ে দরজা ঢাকা থাকতো । দরজা নেই বলে দরজা নক করার উপায়ও ছিল না, বিকল্প ছিল তাই কলিংবেল ।
[৩] গ্রাম সাজাতে বিটিভি হার্ডবোর্ডের মেঝে বানাতো ,তাতে ঘরের ভিটার কোনাটা মসৃণ না হয়ে যথেষ্ট শার্প দেখাত । টিনের ঘরে কোন চাল ছিল না বলে উপরে দিকে কখনও ক্যামেরা ফোকাস করা হত না , গায়ের পথে বিছানো থাকতো আলগা খড় , গাছের অংশবিশেষ কেটে দাড় করিয়ে মহীরুহ দেখানো হতো , এত কিছুর পর তৈরি হত ছোট একটা পথ , এ পথে একটানা বেশি হাটার সুযোগ নেই , তাই হঠাত দেখা যেত পথের মাঝে দু'জনের দেখা হয়ে গেছে)
এত কিছুর পরও আবেগটা ছিল অনেক বেশি .............এখন সেটা খুজে পাওয়া যাবে না , দরদ দিয়ে করা সেসব অভিনয় কালের গর্ভে হারিয়ে গেলো ।
চলবে ....................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।