হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !
বিপ্লব ! তুমি ধরা দাও এই মরা স্বপ্নের পিঠে
এই কাটা ঘায় ছেঁড়া চামড়ায় নিন্দিত শুভলোকে
রক্তেরা তাঁবু গেড়েছে যেখানে জমে আছে কালশিটে
ক্ষতের গন্ধে ক্ষতির হিসাবে জমেছে যেখানে চোখে
বাদামী রঙের জল ।
বিপ্লব তুমি সেইখানে বাঁধা পড়ো
শুভ্র কিংবা গেরুয়া বসনে নয়
অটল যেখানে সন্ন্যাস জড়সড়
ওড়াও সেখানে লোহিত মহাপ্রলয়,
ধরিয়ে দাও ফাটল ।।
বিপ্লব ! তুমি দানা বাঁধো ক্রূঢ় হীন শক্তির আগে
লংঘন করো একনায়কের স্বার্থান্বেষী কারা
হুংকারে সব কপটাচারীর মুখ দেগে দাও দাগে
দ্যাখো চারদিক পুড়ে ছারখার – সব আজ দিশেহারা
হাহাকারে হাহাকারে ।
গলিত কৃমির মত বেঁচে আছে ফসলের মূলে যারা
ধান যার হাতে ফলে, রুটি-চাল-অন্ন পায় না তারা
এই শৃংখল যতদিন রবে এথায় হে বিপ্লব,
তুমি এসো বারেবারে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।