"জল যে পথে যায় রক্ত সে পথে যায় না, কেননা রক্ত জলের চাইতে গাঢ় এবং ঘন।" [আহমদ ছফা] কমরেড রইসউদ্দিন আরিফ-কে যতোই ওড়াই শূণ্যে কথা, শুধু কথার ফানুস সত্তার গভীরে খুব জানা আছে আমি অমানুষ মধ্যবিত্তঃ কি-ই বা বুঝি বিপ্লবের হিশাবনিকাশ ? কখনো আপোস করি, কখনো বা বিচ্ছিন্ন সন্ত্রাস... তবু ইতিহাস মানি- একদিন জাগবেই শ্রমিক কৃষক নেতৃত্ব নিয়ে হাতে বদলে দেবে বিপ্লবের সব চেনা ছক উচ্চবিত্ত মধ্যবিত্ত ভেঙে ফেলবে, গড়বে মানুষ তখনই কেবল অর্থ পাবে এই কথার ফানুস !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।