আমাদের কথা খুঁজে নিন

   

এবারের বিপ্লব, লুঙ্গির বিপ্লব...

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ভাইসব, দল-মত-ধর্ম-বর্ণ-কিশোর-যুবা-প্রবীণ নির্বিশেষে আসুন আগামী পহেলা বৈশাখ আমরা সবাই লুঙ্গি পড়ে যে যার এলাকা থেকে বারিধারা অভিমুখে যাত্রা করি। আমরা সারাদিন বারিধারার রাস্তায় রাস্তায় লুঙ্গি পড়ে ঘুরব। পুরনো প্যান্টের বিনিময়ে লুঙ্গি বিলিও করা হবে। অভিজাত বাড়িগুলোর সামনে লুঙ্গি ধরে পাঁচ মিনিট করে দাঁড়িয়ে থাকব। দেখি কোন শালার ব্যাটার সাহস হয় আমাদের লুঙ্গিতে হাত লাগাবার। কেউ টু শব্দ করলে প্যান্ট খুলে লুঙ্গি পড়িয়ে দিব, সঙ্গে লুঙ্গির যথেষ্ট স্টক থাকবে। হারামজাদারা, দুই দিন হইছে গ্রাম থ্যাইকা শহরে আইসা বাবু সাজছে! এখন লুঙ্গি দেখলে মনে পইড়া যায়- একদিন বাঙালি ছিলাম রে! দূর হ দেশ থেকে! _______ অনেক আগে লিখেছিলাম: ঔপনিবেশিক ঢাকা ক্লাব ও ফরহাদ মজহারের লুঙ্গি বিতর্কে বিলম্ব মন্তব্য

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.