বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
এ বছর মেডিসিনে নোবেল প্রাইজ পেলেন মারিও আর. কেপেচ্চি, মার্টিন জে. ইভানস এবং অলিভার স্মিথিস। আজ এ বছরের মেডিসিনে নোবেল প্রাইজের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এই তিনজন এমব্রায়নিক স্টিম সেল ব্যবহার করে ইদুরের উপর নিরীক্ষা করেছেন। এর মাধ্যমে স্পেসিফিক জেন মডিফিকেশনের প্রিন্সিপালের সূচনা করেছেন তারা।
মারিও আর. কেপেচ্চি আমেরিকার নাগরিক।
তিনি ১৯৩৭ সালে ইটালিতে জম্মগ্রহণ করেন। স্যার মার্টিন জে. ইভানস বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি ১৯৪১ সালে জম্মগ্রহণ করেন। অলিভার স্মিথিস বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। তিনি ১৯২৫ সালে যুক্তরাজ্যে জম্মগ্রহণ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।