জেগেও যে ঘুমের ভান করে তাকে জাগানো যায় না।
মিয়ানমারে সামরিক জান্তার দমন-পীড়ন নিয়ে আমরা এতোটা নির্লিপ্ত কেন? আমাদের সীমান্তের ওপারে একটি প্রতিবেশী দেশে গত কয়েক দশক ধরে যে চরম অগণতান্ত্রিক স্বৈরশাসন চলছে তা নিয়ে আমাদের জনগন ও সরকারের আচরণ আমাকে রীতিমতো ক্ষুব্ধ করেছে। বিশ্বের দেশে দেশে মিয়ানমারের সামরিক জান্তার অপশাসন এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীদের ওপর নির্যাতনে সারা বিশ্ব সোচ্চার হয়েছে।
পড়ুন : Click This Link
আমাদের সরকার এমনকি মিয়ানমারের জান্তার অমানবিক আচরণ দেখেও না দেখার ভাণ করছে। কিন্তু মিয়ামারে গণতন্ত্র এলে আমরা প্রতিবেশী হিসাবে কম লাভবান হবো না।
সে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চীকে এশিয়ার নেলসন ম্যান্ডেলা বলা হয়। তার দীর্ঘ অহিংস আন্দোলনের নজির বিরল। এতো অত্যাচার-নির্যাতনের পরও তিনি ভেঙে পড়েননি বা দেশ ছেড়ে যাননি।
মিয়ানমারের জনগনের এই সংগ্রামের সঙ্গে আসুন আমরা সংহতি জানাই। তাদের বলি তোমরা একা নও।
সীমান্তের এপারে বাংলাদেশের জনগণ তোমাদের ন্যয়ের আন্দোলনের পক্ষে আছে। গণতন্ত্র দীর্ঘজীবী হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।