ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে বৃহস্পতিবার হাড়িয়াকোণা সীমান্তের ওপাড়ে আটক হন হাড়িয়াকোণা গ্রামের ফিরোজ সাংমার ছেলে অন্তর মারাক (২০) ও সচিন্দ্র সাংমার ছেলে নিরাজ মারাক (১৮)।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাবের জানান, অন্তর সাংমা এক মাস আগে ভারতের হাতিমারা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
কিন্তু এতদিনেও ফিরে না আসায় মঙ্গলবার নিরাজ মারাক তাকে খুঁজতে সীমান্তের ওপাড়ে যান।
বৃহস্পতিবার বিকালে তারা বাংলাদেশে ফিরে আসার সময় সীমান্তের ১০৯৪ নম্বর পিলার সংলগ্ন ভারতীয় এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
বর্তমানে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতিমারা ক্যাম্পে আটক রয়েছেন।
শুক্রবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করে আটক ওই দুই যুবককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
এর আগে গত সোমবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বারাঙ্গাপাড়া থানার চিচিঙ্গাপাড়া এলাকায় ঢুকে পড়েছিলেন রাংটিয়া গ্রামের কান্ত কোচের ছেলে হেমন্ত কোচ (২০) এবং প্রেমানন্দ কোচের ছেলে শীতল কোচ (২১)।
এরপর এলাকার লোকজন চোর সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।