আমাদের কথা খুঁজে নিন

   

অবিচার ও দুঃস্বপ্নের ফিরিস্তি-১

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

(আমার ব্লগ যাত্রার গোড়ার দিকের কিছু পোস্ট ভয়ংকর ঐক্যবদ্ধ আক্রমণের শিকার হয় কিছু চোখ-বন্ধ, মার্কিন প্রবাসী, ভোগবাদী স্ত্রৈণ পুরুষ ও তথাকথিত নারীবাদীদের। যেখানে থেমে গিয়েছিলাম, সেখান থেকেই শুরু করছি) প্রেম-ভালোবাসার কিছু ভীষণ স্বার্থপর ও অন্ধকার জীবন, পরকীয়া বা বহুগামীতার মত পশ্বাচার, ভদ্র ঘরের কিছু নিষ্পাপ চেহারার অপদার্থ দেহপসারিনী পুরুষ শাসিত সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টুটি চেপে থামিয়ে দিচ্ছে প্রচন্ড মেধাবী, গতিশীল, সম্ভাবনাময় অসংখ্য মানুষের জীবন। রাবির পদার্থ বিজ্ঞানে মাস্টার্স সজল, মেজর গণি ভাই, বুয়েটের যন্ত্র কৌশলের ফার্স্ট বয় আশফাক, তড়িত কৌশলের প্রাক্তন শিক্ষক জালাল (বর্তমানে যুক্তরাষ্ট্রে নিভৃতচারে), ডবল স্ট্যান্ড পুরকৌশলের আলম ভাই,ঢাবির নিভৃতচারী প্রফেসর ওয়ালি, আমার বাড়ি ওয়ালার আস্ট্রেলিয়া প্রবাসী সদা হাস্য ছেলেটি (যে কিনা আজ দেশ ফেরত প্রচন্ড গম্ভীর ও আহত অস্তিত্ব) আরো অনেকে। এ পোস্ট তাদেরই একজনের কাহিনী। সোহেল ভাইয়ে র সাথে আমার প্রথম দেখা এ বছরের গোড়ার দিকে ভার্সিটি এলামনাইদের রি ইউনিয়ন ফেস্টিভ্যালে।

চল্লিশ ছুই বেশ ঘন শ্মশ্রুধারী ভদ্রলোক প্রায়ই জিনস পরেন। এক বছর পর পর হজ্ব করেন, গুণেগুণে যাকাত দেন, কোটি টাকার মালিক ১২ লাখ টাকার গাড়িতে চড়েন। বিশাল ঘর ভাড়া করে একা নিভৃতে ধর্মকর্ম করেন। ধর্মের বিষয়ে প্রচন্ড আগ্রহের সূত্র ধরে সে সব বিষয়ে মত বিনিময় করলাম। পরিচয়ে জানলাম প্রকৌশলী হিসেবে তাঁর কর্মব্যাপ্তি ও গবেষক হিসেবে তার আন্তর্জাতিক খ্যাতির কথা।

যুক্তরাষ্ট্রের এক মধ্যম মানের বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস সম্পন্ন করেছেন সর্বোচ্চ স্কোর ও এওয়ার্ড নিয়ে। এম এসে তার গবেষণার ফলাফল ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সেখানে, বিস্ময়ে হতবাক হয়ে তার থিসিস সুপারভাইজার বলেছিলেন, "ইউ ডোন্ট ইভেন নো , হোয়াট ইউ হ্যাভ ডান!" সে ফলাফলের উপর এখন পিএইডি পর্যায়ে গবেষণা চলছে। তাঁর কাজের রিভিউ রিমার্ক গুলো পড়ে দেখলাম, জানলাম সুপারভাইজারের শত অনুরোধ উপেক্ষা করে তিনি পিএইচডি না করেই দেশে ফিরে আসেন এক অজ্ঞাত 'ব্যক্তি গত' কারণে। সবচেয়ে ভাল লাগে কাজে তাঁর প্রচন্ড ধৈর্য আর আমার ব্যাপারে তিনি যে সদা হাস্য সৌজন্য দেখিয়েছেন তা ভুলার নয়। প্রচন্ড ধার্মিক ও যোগ্যতাসম্পন্ন মানুষ এত বয়সেও অবিবাহিত জেনে আমি তার পিছন ছাড়লাম না।

যোগাযোগ রাখে গেলাম, লেগে থাকলাম তার রহস্যময় জীবন প্রকৃতির হেতু সন্ধানে। একদিন সময় করে বলেই ফেলেন তাঁর ঘটনা। এমন অসংখ্য ঘটনা ইতিপূর্ব শুনে শুনে আমি ক্লান্ত। তবু দীর্ঘক্ষণ তার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে কষ্টের ভাষা প্রকাশের দুর্লভ দৃশ্যটি দেখেছিলাম। (চলবে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।