আমাদের কথা খুঁজে নিন

   

নার্ভাস ৯৯.. অবশেষে দিলাম ১০০ তম পোস্ট ! ছুইলাম ঘোড়ার ডিমের মাইলফলক এবং এই পোস্টের পাঠকদের প্রতি ফাউ জোকস

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

৯৮ তম পোস্ট দিছিলাম ২১তারিখে, এরপরের পোস্ট মানে ৯৯তম পোস্টটা দিলাম ১ তারিখে। এরপর পরলাম টেনশনে, ১০০ তম পোস্ট কি নিয়ে লেখা যায়। একবার ভাবলাম ব্লগে সবার কাছ থেকে উপদেশ নেই, কি নিয়ে সাজাবো ১০০। কিন্তু যদি সেই পোস্ট দেই, তাহলে সেই উপদেশ চাওয়ার পোস্টটাই হবে ১০০ তম পোস্ট, তাইলে আর ১০০ তম পোস্ট চাওয়ার কোন মানে নাই। বিলা গত কয়েকদিন ব্লগ কেমন যেন অস্থির! কেউ কেউ পোস্ট দেয় ২-৩ লাইনের, কেউ বা কাটপেস্ট! এর জন্য মাঝে লেখার উতসাহ গেল হারায়া! তবে ২ দিন আগে এক আড্ডায় হেভি মজা পাইলাম, কয়েকজনের সঙ্গে বন্ধুত্বর মতো হলো (নাম কমু না)।

তাই ভাবলাম লেখি আবার, কিন্তু সমস্যা হলো ১০০ !!! কি নিয়া লিখি, কি নিয়া লিখি ? আজকে যায়যায়দিনে শফিক ভাই একটা লেখা দিলেন, লেখাটি অনেকেই ইতিমধ্যে পড়েছেন। তো অফিসের কয়েকজন বললেন আমাকে লেখাটি ব্লগে পোস্ট করতে। শফিক ভাই সম্পর্কে ব্যক্তিগতভাবে কেমন মতামত পোষন করি তা নাহয় নাই বললাম( হাজার হইলেও বস্ ), কিন্তু তার লেখা নিয়ে কিভাবে আমি ১০০ পূরন করি!! তাই ভাবলাম লামছাম কিছু একটা লিখে দেই ১০০ র মামলা ডিশমিশ করে। নিতান্তই অগুরুত্বপূর্ণ লেখাটি যারা পড়েছেন, তাদের জন্য বোনাস একটি পুরানো জোকস--- এক লোক সকালে দেখে তার পোষা কুকুর মুখে করে পাশের বাড়ির রাগী প্রতিবেশির খরগোশটাকে মুখে করে নিয়ে এসেছে। কামসারছে, প্রতিবেশি যদি দেখে তার কুকুর করগোশটারে দিছে সাবার কইরা, তাইলে খবর আছে !! সে তখন বুদ্ধি করে খরগোশটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার প্রতিবেশির খাচায় রেখে এলো।

য্ক বাবা, বাচা গেলো !! পরদিন প্রতিবেশির সাথে দেখা, কয় - 'আরে ভাই , অবাক কান্ড, আমার খরগোশটা গতকাল মারা গেছে। " বেটায় কয়-; আহারে তাই নাকি! আফসুস! প্রতিবেশি- 'হ, কিন্তু অবাক কান্ড, পেটের অসুখে মারা যাবার পর ঐটারে কবর দিয়া দিলাম, পরে দেখি কে জানি আবার কবর থেইকা তুইলা গোষল করায়া আবার খাচায় রাইখা গেছে!! বেচে থাকুক সামহোয়ারইন ব্লগ। তার অবস্থাও যেন ঐ খরগোশটার মতো না হয়। (শান্তি, ১০০ অবশেষে পয়দা করলাম, গোপাল ভাড়ের থেকেও বেশি আনন্দ পেলুম, যারা জানেন না, তাদের গোপাল ভাড়ের গল্প আরেকদিন শোনাবো, আজকে আর টাইপ করলাম না, হাত ব্যাথা করতাছে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.