আমাদের কথা খুঁজে নিন

   

নার্ভাস ৯৯-এ আউট নাসির

নিরাপত্তা পরিস্থিতি দেখতে গতকাল সকালে ঢাকায় পা রাখেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দুই প্রতিনিধি। এ মাসের শেষে ২৪ জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা দ্বীপরাষ্ট্রের। দুই প্রতিনিধি সিরিজের ভেনুগুলো পরিদর্শন করবেন নিরাপত্তা ব্যবস্থা দেখতে। ঠিক একই সঙ্গে গতকাল বিকেএসপির দুই মাঠে শুরু হয়েছে বিসিএলের দ্বিতীয় আসর। আসরের প্রথম দিনেই নার্ভাস ৯৯'র শিকার হয়েছেন জাতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ নাসির হোসেন।

নাসির সেঞ্চুরি না পেলেও টুর্নামেন্টের প্রথমদিনটা ভালোভাবেই পার করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। পূর্বাঞ্চল দিন পার করেছে ৯ উইকেটে ৩০১ রান তুলে এবং উত্তরাঞ্চলের প্রথমদিনের সংগ্রহ ৮ উইকেটে ৩৩১।

বিসিবি টুর্নামেন্টটির আয়োজন করেছে মূলত শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসেবে। প্রস্তুতি যাতে ভালো হয়, সেজন্য দেশসেরা ৮০ ক্রিকেটারকে চার দলে ভাগ করে দেয় বিসিবি। সেখান থেকে ১৫ জনের স্কোয়াড গঠন করে প্রতিটি দল।

নিরপত্তার বিবেচনায় বিকেএসপিতে বসবে আসরের প্রথম দুই রাউন্ড। সিঙ্গেল লিগ পদ্ধতির টুর্নামেন্টের শেষ রাউন্ড ও ফাইনাল হবে টি-২০ বিশ্বকাপের পর।

গতকাল বিকেএসপি-২ নম্বর মাঠে টস হেরে ব্যাট করে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দুই ওপেনার তামিম ইকবাল ও নাজিমউদ্দীন ৬৮ রানের ভিত দেন। তামিম ৩৭ রান করলেও নাজিমউদ্দীন আউট হন ৫৭ রানে।

তবে পূর্বাঞ্চলের ইনিংস ৩০০ পেরিয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে। লিটন ৭৯ রান করে অকেশনাল বোলার মার্শাল আইয়ুবের শিকার হন। এক সময় ৫ উইকেটে ২৭০ রান তুলে বড় ইনিংসের পথে এগুচ্ছিল পূর্বাঞ্চল। কিন্তু ২৬ বলের মধ্যে মাত্র ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পূর্বাঞ্চল। শেষ পর্যন্ত আলাউদ্দিন বাবুর দৃঢ়তায় প্রথম দিন পার করে।

নিয়ম অনুযায়ী ১১০ ওভারের মধ্যে ৩০১ রান সংগ্রহ করে পূর্বাঞ্চল সংগ্রহ করে ৩ বোনাস পয়েন্ট। ফিল্ডিং করা দল ওয়ালটন সেন্ট্রাল অঞ্চলও ৯ উইকেট তুলে সংগ্রহ করে ৩ বোনাস পয়েন্ট। ৬৭ রানে ৪ উইকেট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চলের সেরা বোলার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বিকেএসপি-৩ নম্বর মাঠে সেঞ্চুরি করতে যেয়ে রান আউট হন নাসির। ব্যক্তিগত ৯৯ রান নেওয়ার পর ৮৪ নম্বর ওভারের দ্বিতীয় বলে দ্রুত সিঙ্গেল নিতে যেয়ে রান আউট হন তিনি।

সৌম্য সরকারের বল পয়েন্টে ঠেলেই রান নিতে দৌড় দেন। কিন্তু ততোধিক ক্ষীপ্রতায় পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার শুভাগত হোম সরাসরি থ্রোতে রান আউট করেন নাসিরকে। ফলে ৯৯ রানেই ফিরতে হয় সাজঘরে। নাসির সেঞ্চুরি না করলেও তার দল উত্তরাঞ্চল ৮ উইকেটে ৩৩১ রান তুলে সংগ্রহ করেছে ৩ বোনাস পয়েন্ট। একই সঙ্গে ৮ উইকেট তুলে নিয়ে ২ বোনাস পয়েন্ট পেয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।

ব্যাট করতে নেমে ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে টেনে তুলেন নাসির ও ফরহাদ রেজা সপ্তম উইকেট জুটিতে ১৪১ রান যোগ করে। নাসির আউট হলেও ফরহাদ অপরাজিত রয়েছেন ৭৬ রানে।

 

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : প্রথম ইনিংস, ৩০১/৯, ৯০.২ ওভার ( তামিম ইকবাল ৩৭, নাজিমউদ্দীন ৫৭, মুমিনুল হক সৌরভ ৩২, লিটন কুমার ৭৯, অলক কাপালি ২৪, জুবায়ের আহমেদ ৩৩, আলাউদ্দিন বাবু ১৬*, ইয়াসিন আরাফাত ১৩। শাহাদাত হোসেন রাজিব ২/৫৪, শহীদ ১/৩৬, মাহমুদুল্লাহ রিয়াদ ৪/৬৭, মার্শাল আইয়ুব ২/৩২)।

 

বিসিবি উত্তরাঞ্চল : প্রথম ইনিংস, ৩৩১/৮, ৯০ ওভার ( জহুরুল ইসলাম অমি ৩২, নাসির হোসেন ৯৯, ফরহাদ হোসেন ৭৬, ফরহাদ রেজা ৭৮*, তাইজুল ইসলাম ১০*।

রবিউল ইসলাম শিবলু ৩/৩৫, আব্দুর রাজ্জাক ২/৮৬, সোহাগ গাজী ১/৮১, সৌম্য সরকার ১/২৬)।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.