আমাদের কথা খুঁজে নিন

   

আগের রাতে নার্ভাস ছিলাম : দুর্জয়

'সকালে ক্যালেন্ডারে তারিখ দেখে প্রথমে মনে হয়নি। কিন্তু নানান জনের ফোন আসার পর বুঝতে পারি দিনটির মাহাত্দ্য। আজ (গতকাল) ১০ নভেম্বর। ২০১০ সালের এই দিনে আমরা প্রথম টেস্ট খেলেছিলাম ভারতের বিপক্ষে। বুঝতেই পারছি না কীভাবে পার হয়ে গেল ১৩ বছর? তবে সেদিনের কথা ভুলব না।

সারাজীবন মনে থাকবে সেই দিনটির কথা। মনে থাকবে টসের কথা। ' কথাগুলো বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের। ১০ নভেম্বর, ২০১০ শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই নয়, উৎসবের ঢেউ লেগেছিল পুরো দেশে। হাঁটি হাঁটি পায়ে চলতে শুরু করা বাংলাদেশ সেদিন টেস্ট ক্রিকেটের এলিট শ্রেণীতে নাম লিখিয়েছিল।

শুরুর পর গতকাল পার করেছে ১৩ বছর। আজ পা রেখেছে ১৪ বছরে।

গত ১৩ বছরে ৭০জন ক্রিকেটার টেস্ট খেলেছেন ৮১টি। কিন্তু দুর্জয়, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, শাহরিয়ার হোসেন বিদ্যুত, মেহরাব হোসেন অপি, আল শাহরিয়ার রোকন, আকরাম খান, মো. রফিক, হাবিবুল বাশার, বিকাশ রঞ্জন দাস ও হাসিবুল হোসেন-এদের সবার নাম লেখা থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।

দুর্জয় অধিনায়ক হিসেবে টস করেছিলেন আরেক ভারতীয় ক্রিকেট লিজেন্ড সৌরভ গাঙ্গুলীর সঙ্গে।

দুই বাঙালির টস টেস্ট ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা। ওই টেস্টে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে। টেস্টটি যেমন দেশের জন্য এবং ১১ ক্রিকেটারের জন্য ছিল আলাদা কিছু। কিন্তু দুর্জয় ও বুলবুলের জন্য আরও অন্যরকম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দুর্জয় ৫ উইকেট নিয়েছিলেন টেস্টে এবং অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন বুলবুল।

অভিষেক টেস্টে কথা বলতে যেয়ে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক বলেন, 'আগের রাতে টেনশন কাজ করেনি। কিন্তু নার্ভাস ছিলাম একটু। পরের দিন মাঠে নামার পর সবকিছু উড়ে গিয়েছিল। মাঠে নামার পর টস করা এবং বোলিং করা, সবকিছুই ছিল স্বপ্নের মতো। সারাজীবন ওই মুহূর্তগুলো বয়ে বেড়াব।

সেই মুহূর্তগুলোর কখনো শেয়ার হওয়ার নয়। আমার জীবনের সেরা মুহূর্ত ছিল সেদিন। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।