আমাদের কথা খুঁজে নিন

   

নার্ভাস নাইনটি , নতুন ব্লগারদের জন‍্য ফ্রি কোচিং ক্লাস

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই ব্লগে আমার বয়স যদিও খুব বেশি নয়, তবুও সিনিয়র ব্লগারদের ভালবাসা এবং সহব্লগারদের সমর্থন সাথে নিয়ে মোটামুটি খারাপ কাটেনি সময়টুকু। এই স্বল্পদিনের সফরে কয়েকজন সহব্লগারকে চোখের সামনে জনপ্রিয় হতে দেখেছি। ভেবে কুলকিনারা করতে পারিনি তাদের স্বল্পসময়ে জনপ্রিয় হয়ে যাওয়ার রহস‍্যটা কি!? কমেন্টে সুন্দর সুন্দর কথা বলেছি কিন্তু মনে মনে জ্বইলা পুইরা ছারখার হয়া গেছি। শালার ওরা পোস্ট দিলে একদিনের মধ‍্যেই কমেন্টের ঘরে ১০০ পার হয়া যায় কেমতে!!! আর আমি পোস্ট দিয়া তীর্থের কাকের মত নিজের ব্লগ খুইলা সেকেন্ডে দশবার রিফ্রেশ দেই, এইবুঝি একটা কমেন্ট আইল!! কিন্তুক দিন পার হয়া যায়, কমেন্টের ঘরে ২০ এর উপ্রে আর গোনা যায় না।

ফেসবুকে শেয়ার দেই, গ্রুপে শেয়ার দেই কুনু লাভ নাই। কমেন্টের ঘরে ৩০ পার হয়, ৪০ পার হয়। তারপর আর বাড়ে না। কিন্তু প্রথমদিকে আমার একটা পোস্টের টোটাল কমেন্ট ছিল ৯৬। তখন পর্যন্ত সর্বোচ্চ কমেন্টপ্রাপ্ত পোস্ট।

আমার প্রথম নার্ভাস নাইনটি। জেনে রাখুন, সুরক্ষিত থাকুন। (জনসচেতনতা মূলক মাস্ট রিড পোস্ট-০১) তখনও আসল ঘটনা বুঝতে পারিনাই। তার অনেকদিন পর আবারও একটা পোস্টে কমেন্ট পাইলাম ৯৮ পিস। আমার এক দোস্ত, সিনিয়র ব্লগারের মন্তব‍্য মোতাবেক সেটা হল আমার এযাবতকালের সেরা পোস্ট।

আমার দ্বিতীয় নার্ভাস নাইনটি। অনুকাব্যঃ নারী নির্যাতনের বিরুদ্ধে একটি কাব্যিক প্রতিবাদ তখন কিছুটা বুঝলাম, কাহিনীটা কুনহানে। কাহিনী পুরাপুরি ক্লিয়ার হইল আমার জন্মদিনের পোস্টটা দিয়া। আমার প্রথম সেঞ্চুরি পোস্ট। এইবার সেই কাহিনীটা শেয়ার করবো আমার নতুন ব্লগার ভাইবোন এবং পুরান কিন্তু কমেন্টের খরায় পইরা যারা, ব্লগ ছাইরা চইলা যামু কেউ কমেন্ট করতে আহেনা ক‍্যা.... অথবা, ধুর শালা গুনীর কদর উইঠ‍্যা গেসে দুইন‍্যার থন, মডারেটর ঘুমায়, আমার পোস্টটারে নির্বাচিত পাতায় দিলনা ক‍্যা..... এইটাইপ চিন্তাভাবনায় ব‍্যাস্ত আছেন সেই ভাইবোনদের জন‍্য।

১) আপনি যদি চান কেউ এসে আপনার ব্লগে কমেন্ট করুক, তাহলে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, অন‍্যের ব্লগে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে। ২) কমেন্ট করার সময় যেটা খেয়াল রাখবেন, পামপট্টি কম মাইরা আপনার সঠিক মন্তব‍্যটা করবেন। যাতে লেখক বুঝতে পারে যে আপনি তার লেখাকে গুরুত্ব দিয়ে পড়েছেন। ৩) পুরো পোস্ট না পড়ে আবালের মত কমেন্ট করে বসবেন না যেন, তাইলে শ‍্যাষ। ৪) প্রচুর লেখা পড়ুন এবং মানসম্মত লেখকদের অনুসরনে নিয়ে নিন, যাতে তাদের লেখাগুলো মিস না হয়ে যায় কোনভাবে।

একজন ভালমানের লেখকের ব্লগে যখন আপনি নিয়মিত কমেন্ট করবেন, তখন তিনিও আপনার ব্লগে এসে আপনার লেখার সমালোচনা করতে পারেন, যেটা আপনার পাথেয় হয়ে থাকবে। ৫) ১৮+ পোস্ট, ক‍্যাচাইল‍্যা পোস্ট, তেলমারা পোস্ট থেকে বিরত থাকুন। তাতে আপনার সম্মান কমবে বই বাড়বে না। ৬) মৌলিক লেখা দেয়ার চেষ্টা করুন। গল্প, কবিতা, ছড়া, অনুকাব‍্য, ইতিহাসকথন, ভ্রমনকাহিনী, মুভিরিভিউ, বইরিভিউ, রেসিপি, আরো অনেক বিষয়ে লিখতে পারেন।

৭) কপি-পেস্ট পোস্ট, চোরাই পোস্ট দয়া করে দেবেন না, তাতে অন‍্যের কাছে আপনার গ্রহনযোগ‍্যতা কমবে। ৮) আপনার ব্লগার পরিসংখ‍্যান এর ঘরে মন্তব‍্য পেয়েছেন এর চেয়ে মন্তব‍্য করেছেন সংখ‍্যাটা যেন বেশি হয়, সেটা খেয়াল রাখবেন। মনে রাখবেন আপনি দশজনের ব্লগে মন্তব‍্য করলে পাঁচজন আপনার ব্লগে আসতে পারে। ৯) লেখার মাধ‍্যমে মানুষকে আনন্দ দেয়ার চেষ্টা করুন (যেটা আমি একদমই পারিনা ) , আপনার ব্লগে হিট এমনিতেই বাড়বে। ১০) সবচেয়ে খাঁটি কথা এবং শেষ কথা হল, "কমেন্টের পিছনে দৌড়াবেন না।

ভাল লেখা লিখুন, কমেন্টই আপনার পিছনে দৌড়ে কুল পাবে না । " সবাইকে অনেক অনেক ধন‍্যবাদ এই উপদেশমূলক বিরক্তিকর লেখাটি শেষপর্যন্ত পড়ার জন‍্য। অনেক ভাল থাকবেন সবাই।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.