আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় গান : রাজাকারের তালিকা চাই (নোভা)

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

রাজাকারের তালিকা চাই কোনো রূপকথা গল্প গাঁথা নয় আমার স্মৃতি কলুষিত বিস্ময় আমি দেখেছি ধর্ষিত বাংলা মায়ের মুখ ছিল বিজাতী শত্রুর জয় শুনি সেই মহান নেতার বাণী : 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ধীরে ধীরে জাগে বিদ্রোহী এদেশ বুকের তাজা খুনে রাঙা বেশ নিয়ে আঘাত হানে ভেঙে দিতে শোষকের প্রাসাদ স্বাধীনতার স্বপ্নতলে এল সেই রাত। এল সেই প্রথম বিদ্রোহী বীরের মহান কণ্ঠস্বর : �i, Major Ziaur Rahman, do hereby declare, the indepence of Bangladesh, on behalf of our great national leader Bongobondhu Sheikh Mujibur Rahman� কেড়ে নিয়েছে ওই হায়নার দল ধর্ষিত মায়ের চোখের জল লাখো লাখো শহীদ- তোমাদের কথা ভুলিনি জীবন দান যদি মহান মূল্য হয় তোমরাই তো চির বিস্ময় তোমাদের সমমূল্য বিশ্বে কোনো জাতি আজো দেয়নি তবু কেন সেই থেকে মোরা স্বাধীনতার নামে পরাধীন নিষপেষিত গোটা জাতি ওই রাজাকারের হাতে? আর নয়, আর কতকাল তারা পাবে প্রশ্রয়! পরাজিত সব দালাল আজ দাও পরিচয় আজ যারা এই মাটিতে হাতিয়ার শানে আজ যাদের রক্ত চোখ মোদেরই পানে ওই রাজাকার ছেড়ে যা এই দেশটা আমার আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চির অবসান, আসছে এই প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরই সন্তান আর নয়, আর একটিবারও দেব প্রশ্রয় এবার সব দালালের আজ দাও পরিচয় আজ যারা এই মাটিতে হাতিয়ার শানে আজ যাদের রক্ত চোখ মোদেরও পানে; ওই রাজাকার ছেড়ে যা এই দেশটা আমার আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চির অবসান আমরা এই প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরই সন্তান। আমরা এই প্রজন্ম রাজাকারের তালিকা চাই লাখো শহীদের সাথে মুক্তিযোদ্ধা আমরা সবাই।। পাদটীকা : নোভার ভোকাল ফজল গানটি গেয়েছে পিংক ফয়েডের 'দ্য ওয়াল'-এর আদলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.