মনন
ব্লগের এক বন্ধু নূরুল ইসলাম সম্পর্কে লিখেছেন। তিনি তালেবানদের হাতে আটক হয়েছেন আফগানিস্তানে। বড় অংকের টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। নূরুল ইসলামের ছবিটি দেখে আতকে উঠলাম। আর সাথে সাথে আমার নিজের অভিজ্ঞতার কথা মনে হলো।
আমিও যুদ্ধের পর ২০০৪ সালে আফগানিস্তানে গিয়েছিলাম। পাকিস্তানে সার্ক সম্মেলন কভার করার পর আফগানিস্তানের ওপর রিপোর্ট করতেই সেখানে গিয়েছিলাম।
ঢাকা ফিরে আমি সাপ্তাহিক ২০০০-এ দীর্ঘ একটি গল্পও লিখেছিলাম।
যাওয়ার আগেই হোটেল বুকিং দিয়েছিলাম। বিমান বন্দরে গিয়ে হোটেলে ফোন করলাম ট্যাক্সি পাঠানোর জন্য।
প্রায় পৌণে এক ঘণ্টা পর এক যুবক আমার নাম যেভাবে ইংরেজিতে আমি লিখি ঠিক সেভাবে লিখে যাত্রীদের বের হওয়ার মুখে দাঁড়িয়ে রইলো। আমি ভাবলাম, হোটেল থেকেই পাঠিয়েছে। যুবকটি পস্তুন ভাষায় কথা বলে। আমার কথা সে বোঝে না। আমি তার কথা বুঝি না।
আকার ইঙ্গিতে বলতে হয়। যাহোক আমি সোজা লাগেজ নিয়ে গাড়িতে উঠলাম। আমি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে দুজন সুঠাম দেহের লোক আমার দুই পাশে উঠে বসলো। আমি ভয়ে একবোরে কুঁকড়ে যাচ্ছিলাম। মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম।
দোয়া দরুদ পড়ছিলাম।
গাড়িতে উঠেই লোক দুটি ড্রাইভারের সঙ্গে পস্তুন ভাষায় কথা বলা শুরু করলো। আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমার মনের মধ্যে সন্দেহ দানা বাধছিল। তাছাড়া রাস্তাঘাটও নির্জন নির্জন মনে হচ্ছিল।
শেষ পর্যন্ত তারা আমাকে নির্জন স্থানেই নিয়ে যায়। সেখানে একটি পুরনো বিল্ডিংয়ের সামনে নিয়ে গাড়িটি রাখা হলো। আমার কাছে পরিস্কার হলো, আমি ওদের হাতে কিডন্যাপ হয়েছি। ............ বাকিটুকু আরেকদিন.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।