আমাদের কথা খুঁজে নিন

   

কোন জবানবন্দি নয়ঃ মানব

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

মানবকে আটক করা এবং তারপরের ঘটনা গুলো আমাদের জানা । ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত আন্দোলনে মানব ছাত্র শিক্ষকদের সাথেই ছিল , প্রথম থেকেই ছিল । প্রথম দিনেই তার ভূমিকা ছিল সর্বাগ্রাহে , সবার প্রথমে ।

দায়িত্ব সচেতন শিক্ষার্থী , ছাত্র সংগঠেনের সভাপতি এবং সর্বোপরি ক্যাম্পাসের সবচেয়ে উচ্চু শ্রেনীর শিক্ষার্থী হিসেবে সবার কাতারে দাড়াতে সে দ্বিধা বোধ করেনি । আর তার ফলাফল প্রথমদিনে , প্রথম সন্ধ্যায় আহত । আহত অবস্থায় তো আর যাই হোক চিকিৎসা নিতে হয় , অন্তত গাড়ি ভাংচুর করা যায়না !!! যেভাবে যে কোন মুহুর্তে যে কোন মানুষের জরুরী রক্ত যোগাতে লাফিয়ে পড়েছে মানব ঠিক সেই ভাবে । এক মানব যতো মানুষের জন্য জরুরী রক্ত সংস্থান করে দিয়েছে ততো গুলো মানুষ এর দুহাত ঢেকে দিতে পারে এইসব সাজানো নাটকের মহড়া মুহুর্তে । তাদের জমায়েত যেকোন রাজপথ এ লম্বা হতে পারে তিন কিলো ।

মানবন্দ্রে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে না । আজ আদলতের সামনে দাড়িয়ে মানব একাগ্রভাবে ভয়শূন্য চিত্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায় । সাতদিন দিনের রিমান্ডও মানবের মানসিক শক্তিকে পর্যাদুস্ত করতে পারেনাই । ভয়ভীতি শাররিক আর মানসিক যন্ত্রণা মানবকে টলাতে করতে পারেনি । মানব এই দৃঢ়তা যন্ত্রণা আর ভয়ভীতি মানবকে মিথ্যে অভিযোগ জোড় করে স্বিকার করানো যায়নি ।

মানবের দৃঢ়তার জয় হোক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।